বঙ্গোপসাগরের কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটের উত্তর পাশ থেকে কুতুবদিয়ার সাগর চ্যানেল পাড়ি দিয়েছেন ১৫ জন সাঁতারু। শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিংয়ের (বোয়াস) আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন বোয়াসের উপদেষ্টা শিমুল চৌধুরী।
দীর্ঘ ৫ কিলোমিটারের এই কুতুবদিয়া চ্যানেলটি ২০২২ সালে আবিষ্কৃত হয়। ওই সময় তিন তরুণ সাতারু এই চ্যানেল পাড়ি দেন। সেই ধারাবাহিকতায় এ বছর ‘পাহাড় থেকে ডটকম কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’ নামে ওয়াটার স্পোর্টস ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির সমন্বয়ক জিহাদ হোসেন বলেন, আমরা তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত ও তাদের সাহস ও শারীরিক সক্ষমতার বিকাশে কাজ করতে চাই। ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় এমন প্রতিযোগিতা করার পরিকল্পনা রয়েছে।
অংশগ্রহণ কারীদের মধ্যে সাইফুল ইসলাম রাসেল ১ ঘন্টা ২৫ মিনিটে, আবদুল মতিন ১ ঘন্টা ৫৫ মিনিটে ও সাখাওয়াত হোসেন সাকিব ২ ঘন্টা ৫ মিনিটে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকিরা হলেন- মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল