ওষুধ দিয়ে ১৫ রোগীকে হত্যার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
Published: 16th, April 2025 GMT
গুরুতর অসুস্থ এমন ব্যক্তিদের বিশেষ চিকিৎসা প্রদানকারী একটি ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। জার্মানিতে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।
বার্লিনের প্রসিকিউটররা ৪০ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি তার অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য কিছু সন্দেহভাজন কয়েক জনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন।
২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে তিনি ১২ জন নারী এবং তিনজন পুরুষকে হত্যা করেছেন। তবে প্রসিকিউটররা জানিয়েছেন, তাদের বিশ্বাস এই সংখ্যা আরো বাড়তে পারে।
জার্মানিতে কঠোর গোপনীয়তা আইনের কারণে নাম প্রকাশ না করা ওই চিকিৎসক অভিযোগ স্বীকার করেননি বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার রোগীদের অজান্তেই বা সম্মতি ছাড়াই চেতনানাশক এবং পেশী শিথিলকারী ওষুধ প্রয়োগ করেছিলেন। এই ওষুধগুলো শ্বাসযন্ত্রের পেশীগুলোকে পক্ষাঘাতগ্রস্ত করে। যার ফলে কয়েক মিনিটের মধ্যেই শ্বাসকষ্ট বন্ধ হয়ে যায় এবং মৃত্যু ঘটে রোগীর।
ওই চিকিৎসক বেশ কয়েকটি জার্মান রাজ্যে কাজ করেছেন। যাদের মৃত্যু সন্দেহজনক বলে বিবেচিত হচ্ছে তাদের বয়স ২৫ থেকে ৯৪ বছরের মধ্যে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল