ব্রাজিলে যাবেন আনচেলত্তি, রিয়ালের দায়িত্ব নিবেন কে?
Published: 18th, April 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদ বিদায় নেওয়ার পরই আলোচনাটির জন্ম হয়। কোচ কার্লো আনচেলত্তির কি তাহলে রিয়াল অধ্যায় শেষ! সেটা অবশ্য সময় বলে দিবে। তবে অনেকেই রিয়ালে আনচেলত্তির শেষ দেখে ফেলেছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘স্কাই নিউজে’ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসের শেষ দিকে (২৬ এপ্রিল) অনুষ্ঠিতব্য কোপা দেল রের ফাইনাল শেষে আনচেলত্তি রিয়াল ছেড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
শুধু তাই নয়, গেল বুধবার (১৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এই ইতালিয়ান কোচ।
আরো পড়ুন:
রিয়ালের প্রত্যাবর্তনের কথা ভুলে যেতে বললেন আর্তেতা
‘রিয়ালের জন্য কোনো লক্ষ্যই অসম্ভব নয়’- আর্সেনাল ম্যাচের আগে মার্সেলো
৬৫ বছর বয়সী আনচেলত্তি বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল পর্যন্ত দায়িত্বে থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে এরপরই তিনি বিদায় নিতে পারেন। আগামী ১১ মে বার্সেলোনার মাঠে ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হবে। তবে সেই ম্যাচে আনচেলত্তির ডাগ আউটে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
আর্সেনালের কাছে ফিরতি লেগেও হারের পর আনচেলত্তি বলেছিলেন, ‘‘হয়তো ক্লাব আমায় সরিয়ে দেবে; সেটা এ বছরও হতে পারে, আবার পরের বছর যখন আমার চুক্তি শেষ হবে তখনও হতে পারে। কিন্তু আমি যখনই বিদায় নেব, ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকব। সেটা আগামীকালও হতে পারে, ১০ দিন পর, এক মাস পর বা এক বছর পর। আমি এসব নিয়ে বেশি চিন্তিত নই।’’
তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা অনেক সময় আলোর দিক দেখেছি। শিরোপাও জিতেছি। তবে এখন অন্ধকার দিকটাও মেনে নিতে হবে। কারণ, দুই ম্যাচ মিলিয়ে আর্সেনাল আমাদের চেয়ে ভালো খেলেছে।’’
আনচেলত্তি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফিরে আসেন এবং এরপর থেকে ১১টি ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে ২টি লা লিগা, ২টি চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ রয়েছে।
কে হবেন আনচেলত্তির উত্তরসূরি?
রিয়ালের সাবেক সভাপতি রামন কালদেরন বলেন, ‘‘অনেক নাম আসবে সামনে। যেমন জাভি আলোনসো যিনি রিয়ালের হয়ে খেলেছেন। কিংবা জার্গেন ক্লপ। তবে আমি চাই আনচেলত্তিকে রেখে দেওয়া হোক। আমি জানি না তিনি থাকতে চান কিনা। রিয়ালের বেঞ্চটা খুব চাপের – এখানে জেতাই একমাত্র লক্ষ্য, আর সেটা সব সময় সম্ভব নয়।’’
তবে আলোনসো বর্তমানে বায়ার লেভারকুজেনের কোচ এবং তিনি তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। তাই তাকে আনা সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুনের আগেই ব্রাজিলে যাবেন আনচেলত্তি!
এদিকে ব্রাজিল জাতীয় দল আনচেলত্তিকে তাদের পরবর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চায়। এমনকি স্প্যানিশ ঘরোয়া মৌসুম শেষ হওয়ার আগেই তাকে আনার চেষ্টা চলছে। দিয়েগো ফার্নান্দেজ নামে এক প্রভাবশালী ব্রাজিলিয়ান ব্যবসায়ী আনচেলত্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন এবং বিষয়টি ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন।
তবে সময় খুবই সীমিত। জুন মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ রয়েছে। আর মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। সেই থেকে দলটি কোচহীন অবস্থায় আছে।
আনচেলত্তি ছাড়াও আল হিলালের কোচ জর্জ জেসুসকে নিয়েও ব্রাজিলের আগ্রহ রয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে রিয়ালে আনচেলত্তির সময় সম্ভবত শেষের পথে। কোপা দেল রে ফাইনালের পরই তিনি ক্লাব ছাড়তে পারেন এবং ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন। তাহলে রিয়ালে কে হবেন তার উত্তরসূরি? জাভি আলোনসো নাকি জার্গেন ক্লপ? সেটাই এখন আলোচনার কেন্দ্রে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর স ন ল
এছাড়াও পড়ুন:
সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।
সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।
ঢাকা/এনটি/মেহেদী