কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দাপুটে সূচনা বাংলাদেশের
Published: 18th, April 2025 GMT
এএইচএফ কাপ হকির নবম আসরে দুর্দান্ত শুরু করেছে শিরোপাধারী বাংলাদেশ। শুক্রবার (১২ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছে লাল-সবুজের দল। ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন ফরোয়ার্ড সোহানুর রহমান সবুজ।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন নাইম উদ্দিন, রাকিবুল হাসান ও সোহানুর রহমান সবুজ। কাজাখস্তানের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন আগিমতাই দুইসেনগাজি।
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল বাংলাদেশের। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলেই এগিয়ে যায় লাল-সবুজের দল (১-০)। তবে ৩০ মিনিটে সমতায় ফেরে কাজাখস্তান। এর পর থেকেই ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশ।
৩৮ মিনিটে নাইম উদ্দিন ড্র্যাগ ফ্লিকে করেন পেনাল্টি কর্নার গোল (২-১)। পরের মিনিটেই রাকিবুল হাসান করেন ফিল্ড গোল (৩-১)। চতুর্থ কোয়ার্টারে এসে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর (৪-১)। আর ম্যাচ শেষের এক মিনিট আগে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল ইসলাম (৫-১)।
এই নিয়ে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হলো বাংলাদেশ ও কাজাখস্তান। এর আগের দুইবারের মতো এবারও জয়ের ধারা বজায় রাখল লাল-সবুজের দল। ২০১৮ এশিয়ান গেমসে ৬-১ ও ২০২২ সালের এএইচএফ কাপে ৮-১ গোলে জিতেছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ রোববার, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। 'বি' গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে এবং নিশ্চিত করবে আগামী এশিয়া কাপে খেলার টিকিট।
উল্লেখ্য, বাংলাদেশ এএইচএফ কাপের সর্বশেষ চার আসরের চ্যাম্পিয়ন। নতুন মিশনেও সেই ধারা বজায় রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জিমি-আশরাফুলরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হক গ ল কর ন আশর ফ ল
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত