বগুড়া পলিটেকনিকের ১৩ ক্রাফট ইন্সট্রাকটরকে কোয়ার্টার ছাড়তে আল্টিমেটাম
Published: 19th, April 2025 GMT
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কোয়ার্টারে থাকা ১৩ জন ক্রাফট ইন্সট্রাকটরকে কোয়ার্টার ছেড়ে দিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাতে তারা এই আল্টিমেটাম (সময়সীমা) দেন।
শিক্ষার্থীদের ছয়টি দাবির মধ্যে ছিল ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতি বন্ধ রাখা। কিন্তু উচ্চ আদালত ক্রাফট ইন্সট্রাটকরদের জুনিয়র ইন্সট্রাকটর হিসেবে পদোন্নতি দিতে রায় দেন। কিন্তু শিক্ষার্থীরা এ রায় মানছেন না।
পলিটেকনিকের সিভিল সপ্তম বর্ষের ছাত্র বেলাল হোসেন বলেন, ক্রাফট ইন্সট্রাকটররা ব্যবহারিক ক্লাস নিয়ে থাকেন। তারা কোনোভাবে জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি পাওয়ার যোগ্য নন। ক্রাফট ইন্সট্রাকটররা আমাদের আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করছেন। এ কারণে তাদের কোয়ার্টার ছাড়তে বলা হয়েছে। কোয়ার্টার না ছাড়লে তাদের জোর করে বের করে দেওয়া হবে।
এ ব্যাপারে ক্রাফট ইন্সট্রাকটর জাহিদুর রহমান বলেন, আমাদের হঠাৎ বের হয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমরা তাদের আন্দোলনের বিষয়ে কোনো বিরোধিতা করছি না। সরকার যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেব।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।