রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত, আহত ২
Published: 19th, April 2025 GMT
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা বাসের ধাক্কায় সিএনজি চালক আক্তার হোসেন (৫৫) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে সিএনজিতে থাকা আরো ২ যাত্রী।
শনিবার (১৮ এপ্রিল) সকালে কাঁচপুর থেকে সিএনজি চালক আক্তার হোসেন ২ জন যাত্রী নিয়ে ভুলতা উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় সিএনজিটি।
এসময় গুরুতর আহত হয় চালক আক্তার হোসেন, যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার। আশোপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আক্তার হোসেনকে মৃত বলে ঘোষনা দেন। গুরুতর আহত ২ যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত চালক আক্তার হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন র পগঞ জ ন র য়ণগঞ জ স এনজ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।