স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে এবার স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য ১৫ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল এক লাখ ৩৫ হাজার টাকা।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২০ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট মানের প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার ওজন ১০ গ্রাম এবং মুদ্রাগুলো বিশেষ ডিজাইনে তৈরি। এর আগে এসব মুদ্রা বিক্রি হতো ১ লাখ ৩৫ হাজার টাকায়। এ ছাড়া ফাইন সিলভার দিয়ে তৈরি স্মারক রৌপ্যমুদ্রার দামের বিষয়ে এখনো কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রিত স্বর্ণমুদ্রার মূল্য সমন্বয় করা হয়েছে। স্মারক মুদ্রাগুলো মূলত উপহার, সম্মাননা বা সংগ্রহযোগ্য বস্তু হিসেবে ব্যাপক চাহিদাসম্পন্ন।

ঢাকা/এনএফ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুয়েটে অন্তবর্তী উপাচার্য নিয়োগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী।

আজ ‎বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য হযরত আলী উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ