আলোকস্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল, শেষ ১৫ মিনিট কবে হবে
Published: 22nd, April 2025 GMT
১০৫ মিনিট পর ম্যাচ রেফারি, ম্যাচ কমিশনারসহ দুই দলের কোচ, ম্যানেজাররা নিজেদের মধ্যে আলাপ সেরে জানিয়ে দেন, আলোক স্বল্পতার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ম্যাচ আপাতত স্থগিত। পাশাপাশি এও জানানো হয়েছে, আজ যেখানে ম্যাচ শেষ হলো বাকি খেলা পুনরায় অন্য একদিন হবে।
যত দূর জানা গেছে, ম্যাচের অবশিষ্ট অংশের জন্য নতুন দিনক্ষণ বাফুফের লিগ কমিটি ঠিক করবেন। মূলত ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ১০৫ মিনিট পর বাকি ১৫ মিনিটের খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি৷ সে ক্ষেত্রে নতুন কোনো দিন এই ১৫ মিনিটের জন্য দুই দল আবার লড়বে। তারপরও যদি স্কোর সমান থাকে তাহলে নিয়মানুযায়ী টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। কালবৈশাখীর কবলে পরে মাঝপথে ম্যাচ বন্ধ হওয়ার প্রভাবই পড়ল শেষ পর্যন্ত।
বিস্তারিত আসছে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল