প্লাজমা শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। প্লাজমা পদার্থের এমন এক অবস্থা যেখানে পরমাণুর ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে আয়নিত গ্যাস তৈরি করে। এটি অত্যন্ত উত্তপ্ত ও বিদ্যুৎ পরিবাহী। মহাবিশ্বের তারকাপুঞ্জ ও নীহারিকায় প্লাজমার প্রাচুর্য দেখা যায়। আমরা যে প্লাজমা কাঠামোর কথা জানি তার ঘনত্ব গ্যালাক্সির শক্তিশালী ঘটনার মাধ্যমে তৈরি হয়। বিজ্ঞানীরা এবার শক্তিশালী রেডিও টেলিস্কোপের মাধ্যমে রহস্যময় এক প্লাজমা কাঠামোর খোঁজ পেয়েছেন। নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে পৃথিবীর কাছে লুকানো এই প্লাজমা কাঠামোর তথ্য জানা গেছে।

বিজ্ঞানীদের তথ্য মতে, দ্রুতগতিতে ঘূর্ণায়মান একটি পালসারকে ঘিরে থাকা আন্তনাক্ষত্রিক শক ওয়েভের মধ্যে নতুন প্লাজমা স্তরের তথ্য সংগ্রহ করা হয়েছে। জে০৪৩৭-৪৭১৫ নামের পালসারটি পৃথিবী থেকে ৫১২ আলোকবর্ষ দূরে অবস্থিত। সাধারণভাবে বলা যায় পালসার বিশেষ ধরনের নিউট্রন তারা। অতি-ঘন নাক্ষত্রিক অবশিষ্টাংশ পালসার রেডিও তরঙ্গ রশ্মি ও কণার একটি শক্তিশালী প্রবাহ তৈরি করে। পালসার ও তার কণা প্রবাহ দ্রুত গতিতে আন্তনাক্ষত্রিক মাধ্যমের মধ্য দিয়ে চলে যায়। যার কারণে উত্তপ্ত গ্যাসের একটি শক তরঙ্গ তৈরি হয়। আন্তনাক্ষত্রিক প্লাজমা অশান্ত ধরনের। সেখান থেকে বিক্ষিপ্ত তরঙ্গ বিশেষ নকশা তৈরি করে মহাকাশে। এর ফলে পালসারকে দূর থেকে মিটমিটে তারার মতো মনে হয়।

বিজ্ঞানীরা বর্তমানে সিন্টিলেশন আর্ক নামের ইন্টারফেরেন্স প্যাটার্ন থেকে পালসার তরঙ্গের সুবিন্যস্ত আকার উন্মোচন করতে কাজ করছেন। সিন্টিলেশন আর্ক গবেষণা অনেকটা আন্তনাক্ষত্রিক বস্তুকে সিটি স্ক্যান করার মতো।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প লস র তরঙ গ

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ