নাগরিক সমস্যা সমাধানের দাবিতে শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন
Published: 23rd, April 2025 GMT
নারায়ণগঞ্জ নগরবাসীর দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেন এবং নগর উন্নয়নে চার দফা দাবির ওপর গুরুত্বারোপ করেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- নগর জুড়ে নিরবচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, সরকারি হাসপাতালে ভোগান্তি ছাড়া সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ, শহরের প্রধান সড়কগুলোতে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভারব্রিজ স্থাপন, উন্নয়নমূলক কাজে সিটি কর্পোরেশনের গতিশীল পদক্ষেপ নিশ্চিত করা।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন (উপসচিব) বরাবর পেশ করেন।
এই কর্মসূচির মাধ্যমে নগরবাসীর বাস্তব সমস্যাগুলো সামনে চলে আসে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ধর্ষকদের শাস্তির দাবিতে তিতুমীরে মানববন্ধন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জসিমের মেয়ে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
বুধবার (৩০ এপ্রিল) কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।
এতে বক্তব্য দেন, সংগঠনটির অন্যতম উপদেষ্টা খান মুহাম্মদ ইউছুফ আলী, সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহিয়ান মাসুম প্রমুখ।
আরো পড়ুন:
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
বক্তারা বলেন, লামিয়া হত্যার বিচারপ্রক্রিয়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। আছিয়া থেকে শুরু করে লামিয়া পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে, সবগুলোর বিচার অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
সংগঠনটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, “গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু ভুক্তভোগীদের কেউ ন্যায়বিচার পাননি। লামিয়ার পিতা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তা সত্ত্বেও ন্যায়বিচার পায়নি। ফলে সে আত্মহত্যা করেছে।”
তিনি বলেন, “আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্য পরিচালনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। যাতে করে ভবিষ্যতে কেউ ধর্ষণ করার কথা চিন্তাতেও না আনতে পারে।”
গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকী উপজেলায় লামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিন সাকিব মুন্সী নামের অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাকিব জামিন পাওয়ার সংবাদে মর্মাহত হয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা স্বজনদের।
ঢাকা/হাফছা/মেহেদী