উচ্চশিক্ষার পথে বাধাগুলো দূর করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, এ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। যদিও আমরা স্বল্পমেয়াদি, তারপরও অন্তত উচ্চশিক্ষার পথে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলোকে দূর করতে আমরা শুধু নীতিগত নয়, বরং তা বাস্তবায়ন করে যাব। আজ শনিবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেনস বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনবেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার১৭ মিনিট আগে

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি, স্বল্পকালীন মেয়াদে কিছু পরিবর্তন করে যাওয়া সম্ভব। আমরা এমন এক শিক্ষাব্যবস্থার ভিত্তিপ্রস্তর করে যেতে চাই, যা আমাদের আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞানপ্রযুক্তির উৎকর্ষ সাধন করবে, যা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধসম্পন্ন হবে। আমি নিজেই এমন এক শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখবে। বাংলাদেশে থেকেই বিশ্বকে তারা নেতৃত্ব দেবে।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা অধিকার বিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিকত্ব ফিরে পেয়েছি। এটা সম্ভব হয়েছে হাজারের বেশি তরুণ–তরুণীর আত্মত্যাগের ফলে। আমি তাই একাত্তরসহ পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণ করছি।’

সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটির সমাবর্তনে শিক্ষার্থীরা। অফিসার্স ক্লাব, বেইলি রোড.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।

সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ