উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা দূর করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: শিক্ষা উপদেষ্টা
Published: 26th, April 2025 GMT
উচ্চশিক্ষার পথে বাধাগুলো দূর করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, এ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। যদিও আমরা স্বল্পমেয়াদি, তারপরও অন্তত উচ্চশিক্ষার পথে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলোকে দূর করতে আমরা শুধু নীতিগত নয়, বরং তা বাস্তবায়ন করে যাব। আজ শনিবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেনস বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনবেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার১৭ মিনিট আগেশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি, স্বল্পকালীন মেয়াদে কিছু পরিবর্তন করে যাওয়া সম্ভব। আমরা এমন এক শিক্ষাব্যবস্থার ভিত্তিপ্রস্তর করে যেতে চাই, যা আমাদের আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞানপ্রযুক্তির উৎকর্ষ সাধন করবে, যা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধসম্পন্ন হবে। আমি নিজেই এমন এক শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখবে। বাংলাদেশে থেকেই বিশ্বকে তারা নেতৃত্ব দেবে।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা অধিকার বিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিকত্ব ফিরে পেয়েছি। এটা সম্ভব হয়েছে হাজারের বেশি তরুণ–তরুণীর আত্মত্যাগের ফলে। আমি তাই একাত্তরসহ পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণ করছি।’
সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটির সমাবর্তনে শিক্ষার্থীরা। অফিসার্স ক্লাব, বেইলি রোড.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন।
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইভা