চট্টগ্রাম থেকে রংপুরে যাওয়ার পথে বগুড়ার মহাস্থান গড়ের ব্রিজ এলাকায় সয়াবিন তেলভর্তি ট্রাক লুট করে ডাকাতরা। পরে লুট করা ওই ট্রাকের চালক ও তার হেলপারকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় জয়পুরহাটের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় এক কৃষক জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে কালাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে তাদের দুজনকে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

আহত ট্রাক চালক আব্দুল মালেক (৪৫) রংপুর সদরের বাবুগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং হেলপার নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন। 

প্রত্যক্ষদর্শী, আহত চালক ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার চট্টগ্রাম বন্দর থেকে সয়াবিন তেলভর্তি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন। ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে আসার পথে রোববার দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গড় ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫/২০ জনের একদল ডাকাত পেছন থেকে আরেকটি ফাঁকা ট্রাক নিয়ে এসে তাদের পথরোধ করে। তেলভর্তি ট্রাকে ওঠে চালক ও হেলপারকে মারপিট করে তাদের ট্রাকে ওঠিয়ে মুখে কসটেপ লাগিয়ে হাত-পা বেঁধে রাখেন। এরপর দুইটি ট্রাক তাদের নিয়ন্ত্রণে নিয়ে ডাকাতরা রংপুরের দিকে রওনা হন। পথে মোকামতলায় এসে ডাকাতরা রাস্তা পরিবর্তন করে জয়পুরহাটের দিকে রওনা দেয়। ট্রাকের চালক ও সহকারীকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় ধান ক্ষেতে ফেলে যায়।

সোমবার বিকেলে সড়াইল মহল্লার কৃষক খলিলুর রহমান ধান ক্ষেতে গিয়ে তাদেরকে দেখতে পায়। তিনি জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে ঘটনাটি জানান। পরে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।  

হাসপাতালে অসুস্থ অবস্থায় চালক আব্দুল মালেক বলেন, আমাদেরকে মারপিট করেছে ডাকাতরা। রাত তিনটা থেকে আমরা দুজন ধান ক্ষেতের কাঁদা-পানির মধ্যে পড়ে আছি। মুখে টেপ লাগানো ছিল, তাই চিৎকার করতে পারিনি। অনেককে ধান ক্ষেতের আঁইলে যাতায়াত করতে দেখতে পেয়েও কিছু বলতে পারিনি। ডাকাতরা ট্রাক নিয়ে কোনদিকে গেছে তাও বলতে পারি না। 

কৃষক খলিলুর রহমান বলেন, বিকেলে ধান ক্ষেতে গিয়ে ওদের দুইজনকে কাঁদামাখা দেখে ভেবেছিলাম দুইটা লাশ পড়ে আছে। পরে তাদের নড়াচড়া দেখে ভয়ে ৯৯৯ এ কল দিয়ে জানাই। পুলিশ এসে তাদের দুইজনকে উদ্ধার করে নিয়ে গেছে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টপ ট অবস থ য় চ লক ও এল ক য় উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ