আদালত চত্বরে সংবাদকর্মী দেখে তেড়ে এলেন হত্যা মামলার আসামি
Published: 29th, April 2025 GMT
আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের দেখে তেড়ে এসেছেন হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালত থেকে আসামিদের হাজতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাসিক মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অপরাধে তিনজনকে সাজা দেন আদালত। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন- ছাতকের নইজুল হক। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও একই মামলায় সামিনা বেগম ও রীনা বেগমকে দশ বছর করে কারাদণ্ড দেন আদালত। আজ দুপুরে এ দণ্ড দেন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তেহসিন ইফতেখার। রায়ের পর আসামিদের আদালত থেকে হাজতে নেওয়া হয়। এ সময় আদালত চত্বরে সংবাদকর্মীদের দেখে তেড়ে আসেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নইজুল।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে পারিবারিক বিরোধের জেরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে রাসিক মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই নাসির মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন মগঞ জ স ব দকর ম
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//