সুগার ড্যাডি ছাড়া এত টাকা কামানো সম্ভব না: ফারিয়া
Published: 2nd, May 2025 GMT
কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। এ সিরিজে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান লাক্স তারকা ফারিয়া শাহরিন। সিরিজটির নতুন সিজনের শুটিং শুরু করেছেন নির্মাতা।
পূর্বের মতো পঞ্চম সিজনে অভিনয় করবেন ফারিয়া শাহরিন। ‘অন্তরা’ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রী। খুব শিগগির শুটিংয়ে অংশ নেবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ফারিয়া।
এ আলাপচারিতায় ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। পাশাপাশি অভিনেত্রীদের আয়ের উৎস ঘিরে চলমান বিতর্ক নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন।
আরো পড়ুন:
আমি খোলামেলা পোশাকও পরতে পারি: সৌমি
‘কুরুলুস উসমান’ সিরিজে ‘তুরগুত আল্প’, ভক্তদের উচ্ছ্বাস
অভিনয়ে পা রেখে অনেক টাকা আয় করতে পারেননি ফারিয়া শাহরিন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। তবে বাংলো, গাড়ি-বাড়ি— এসব আমার কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করছেন এবং খুব সততার সঙ্গে কাজ করছেন, তাদের পক্ষে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।”
খানিকটা ব্যাখ্যা করে ফারিয়া শাহরিন বলেন, “এ জন্য আমার কোনো টাকা-পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি ধরার সম্ভাবনা শতভাগ নেই।”
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তার পরিচিতি বাড়িয়ে দেয়।
ফারিয়া অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন। তার একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। সর্বশেষ কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক কর ছ ন
এছাড়াও পড়ুন:
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।
আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি। এটিই ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।
তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ।