১৫ মে পর্যন্ত রাতের আকাশে উল্কাবৃষ্টিসহ যেসব চমক দেখা যাবে
Published: 2nd, May 2025 GMT
বৈশাখ মাসের শেষের দিকে বাংলাদেশের আকাশে উল্কাবৃষ্টিসহ বেশ কিছু চমক দেখা যাবে। তাই খালি চোখে বা ছোট টেলিস্কোপ ও বাইনোকুলারের সাহায্যে সহজেই তারকামণ্ডল দেখার পাশাপাশি বিভিন্ন মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। ১৫ মে পর্যন্ত দেশের আকাশে যেসব চমক দেখা যাবে, সেগুলো জেনে নেওয়া যাক।
২ মেসূর্য থেকে পৃথিবী বিপরীত দিকে থাকায় আজ শুক্রবার সন্ধ্যার পর দেখা যাবে গ্রহাণু ৪ ভেস্তা। পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করায় ভেস্তাকে আজ খুবই উজ্জ্বল দেখা যাবে। তুলা রাশিতে অবস্থান করবে গ্রহাণুটি।
৩ মেদূর থেকে মঙ্গল গ্রহকে একটি বিশাল লোহার লাল বলের মতো মনে হয়। লাল রঙের এই মঙ্গল গ্রহ চাঁদের পাশেই অবস্থান করবে। ফলে বেশ ভালোভাবেই দেখা যাবে।
৪ মেচাঁদের সঙ্গে মঙ্গল গ্রহের সংযোগ বা কনজাংশন দেখা যাবে। এ ছাড়াও শুক্র ও নেপচুন গ্রহের সংযোগ দেখা যাবে।
৫ মেআকাশে বেশ স্পষ্টভাবে মঙ্গলগ্রহ ও এম৪৪ বা বিহাইভ ক্লাস্টার তারকামণ্ডল দেখা যাবে।
৬ মেসন্ধ্যার পরে আকাশে ভালোভাবে চোখ রাখলেই ইটা অ্যাকোয়ারিড উল্কাবৃষ্টি দেখা যাবে। ভোরের সময় সবচেয়ে স্পষ্ট দেখা যাবে এই উল্কাবৃষ্টি।
৭ মেরাতের আকাশে শুক্র, শনি, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ বেশ স্পষ্টভাবে দেখা যাবে। সন্ধ্যায় দেখা যাবে গিব্বাস মুন। গিব্বাস মুনের সময় চাঁদের পৃষ্ঠের অর্ধেকেরও বেশি আলোকিত থাকে, যা পৃথিবী থেকে ভালোভাবে দেখা যায়। এটি চাঁদের চতুর্থাংশ ও পূর্ণিমার মধ্যবর্তী একটি পর্যায়।
৮ মেরাতের আকাশে লিরা নক্ষত্রমণ্ডলে লিরিড উল্কাবৃষ্টি দেখা যাবে।
৯ মেআকাশে সর্বোচ্চ বিপরীত স্থানে দেখা যাবে গ্রহাণু ৯ মেটিসকে। ৯ মেটিস বৃহত্তর মেইন-বেল্ট গ্রহাণুর মধ্যে একটি। এটি সিলিকেট এবং ধাতব নিকেল-লোহা দিয়ে গঠিত। মেটিস গ্রহাণু বেল্টের মোট ভরের মাত্র অর্ধেক শতাংশ ধারণ করে।
১০ মেসন্ধ্যার আকাশে এম৮৩, এম৯৪, এম৫১, এম১০৪ গ্যালাক্সি দেখা যাবে।
১১ মেসন্ধ্যার পর থেকে আকাশে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ বেশ স্পষ্টভাবে দেখা যাবে। রাত ২.
ক্যানিস মাইনর নক্ষত্রপুঞ্জের অংশে প্রোসিয়ন নামের উজ্জ্বল নক্ষত্র দেখা যাবে ।
১৩ মেচাঁদের আশপাশে লাল তারা অ্যান্টারেসকে দেখা যাবে।
১৪ মেরাত ৯টা থেকে ভোর পর্যন্ত বাইনোকুলারের সাহায্যে আকাশে ৭টি গ্রহ দেখা যাবে।
১৫ মেচাঁদ পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে অর্থাৎ অ্যাফেলিয়ন বিন্দুতে দেখা যাবে।
সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, ইন দ্য স্কাই ও স্কাই ম্যাপস
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উল ক ব ষ ট
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল