পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
Published: 2nd, May 2025 GMT
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুকুরের গোসল করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার চরকুশলী গ্রামে এই ঘটনা ঘটে।
তবে, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম দাবি করেছেন, ধান কাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওসি বলেন, ‘‘অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
আরো পড়ুন:
রিকশা ভাড়ার ৫০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ঢাকা/বাদল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত স ঘর ষ
এছাড়াও পড়ুন:
উল্লাপাড়ায় বিএনপির ৭ নেতার পদ স্থগিত, ৩ নেতার বিরুদ্ধে ব্যবস্থা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির সাত নেতার সদস্যপদ স্থগিত করেছে জেলা কমিটি। এছাড়া সহযোগী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার রাত ৮টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ নির্দেশনা দেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, সাবেক সদস্য সচিব মো. মুকুল হোসেন, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী ও বড়হর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবুর প্রথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করার হয়েছে।
এছাড়া উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। সদস্য পদ স্থগিত হওয়া অপর নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।