কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাসর রাতেই খালেকুজ্জামান ডিউট (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নববধূ লাভলী আক্তার (২০)।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তারের (২০) সঙ্গে বিয়ে হয় একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউটের। 

বৃহস্পতিবার সারা দিন বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অতিথিদের আপ্যায়নসহ আনন্দ-উৎসব চলছিল। আপ্যায়ন শেষে আত্মীয়, প্রতিবেশী ও আমন্ত্রিত অতিথিদের অনেকেই বিদায় নেন। রাত ১২টার দিকে নববধূ লাভলী আক্তার ফুলশয্যায় বসে বরের জন্য অপেক্ষা করছিলেন। বর খালেকুজ্জামান ডিউট আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলা শেষে বাসর ঘরে ঢুকে তার কাছে এক গ্লাস পানি চান। এ সময় চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান খালেকুজ্জামান ডিউট। পরে নববধূর চিৎকার শুনে বাড়ির লোকজন এসে ডিউটকে ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাননি। বাড়ির লোকজন নিশ্চিত হন যে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে খালেকুজ্জামান ডিউটকে দাফন করা হয়। 

খালেকুজ্জামান ডিউট ফুলবাড়ী উপজেলার রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

লাভলী আক্তারের চাচা সাবেক ইউপি সদস্য শাহ আলম জানিয়েছেন, খালেকুজ্জামান ডিউট প্রায় ১৮ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে তার এক মেয়ে ও এক ছেলে সন্তান আছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় বৃহস্পতিবার লাভলী আক্তারকে বিয়ে করেন ডিউট। 

তিনি বলেন, কে জানত, বিয়ের রাতেই বরের মৃত্যু হবে। অল্প বয়সে আমার ভাতিজি বিধবা হলো। বিষয়টি খুবই বেদনাদায়ক। কিন্তু, এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল বলেন, নিয়তির ওপর তো কারো হাত নেই। বাসর রাতেই স্ত্রী বিধবা হলো। এমন হৃদয়বিদারক ঘটনা খুবই কম দেখা যায়। 

ঢাকা/বাদশাহ্/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ