এসএসসি পরীক্ষা-২০২৫: জীববিজ্ঞানে বেশি নম্বর পাওয়ার উপায় জেনে নাও
Published: 5th, May 2025 GMT
জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষার আগে তুমি সময় পেয়েছ। ভালো করে রিভিশন দেবে, কারণ তুমি পরীক্ষার আগে সময় পেয়েছ। এ বিষয়ে মোট ১৪টি অধ্যায় রয়েছে। বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর, সৃজনশীল অংশে ৫০, ব্যবহারিক অংশে ২৫ নম্বরসহ মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে।
বহুনির্বাচনি অংশ—বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকবে। কোনো অধ্যায় থেকে একের বেশিও প্রশ্ন থাকতে পারে। সুতরাং বহুনির্বাচনি অংশে ভালো নম্বরের জন্য পুরো বইয়ের সব অধ্যায়ের বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ ও চিত্রের বিভিন্ন অংশ ভালোভাবে পড়তে হবে।
সৃজনশীল অংশ—সৃজনশীল অংশে ৮টি প্রশ্ন থেকে ৫টির উত্তর দিতে হবে। সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩৫ মিনিট। সৃজনশীল অংশে ভালো নম্বরের জন্য জীবনপাঠ, জীবকোষ ও টিস্যু, জীবনীশক্তি, খাদ্য, পুষ্টি ও পরিপাক; জীবে পরিবহন; রেচনপ্রক্রিয়া; জীবের প্রজনন; জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায় মনোযোগসহকারে পড়তে হবে। সৃজনশীল অংশের প্রতিটি প্রশ্নের উত্তর বুঝে লেখবে, প্রয়োজনে ছবি আঁকবে।
সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখবে—ক.
উদাহরণস্বরূপ প্রশ্ন করা হলো, ক্লোরোসিস কাকে বলে? সংজ্ঞাটি সঠিকভাবে লিখতে পারলে শিক্ষার্থী বরাদ্দকৃত পূর্ণ ১ নম্বর পাবে।
খ. নম্বর প্রশ্নটি অনুধাবনমূলক। এখানে পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে হয়; যেমন প্রশ্ন করা হলো, পিটুইটারিকে কেন অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়? উত্তর প্রদানের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞার আলোকে পিটুইটারিকে ব্যাখ্যা করতে পারলেই বরাদ্দ করা পূর্ণ ২ নম্বর পাবে।
গ. নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। ধরা যাক, উদ্দীপকের চারটি চিত্রের মধ্যে অগ্ন্যাশয়কে P দ্বারা চিহ্নিত করা হলো। প্রশ্ন করা হলো, P চিহ্নিত অঙ্গটির গঠন বর্ণনা করো। উত্তর প্রদানের ক্ষেত্রে P চিহ্নিত অংশটি চিনতে পারলে ১ নম্বর পাবে। অঙ্গটির অবস্থান চিহ্নিত করলে বা অঙ্গটি সম্পর্কে কোনো সঠিক ধারণা দিতে পারলে ২ নম্বর এবং অঙ্গটি চিনে অবস্থান উল্লেখ করে এর গঠন বর্ণনা করতে পারলেই বরাদ্দ করা পূর্ণ ৩ নম্বর পাবে।
ঘ. নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। ধরা যাক, উদ্দীপকের চারটি চিত্রের মধ্যে ডিম, রুটি ও ঘি—এ তিনটি খাদ্যকে Q, R ও S দ্বারা চিহ্নিত করা হলো।
প্রশ্ন হলো Q, R, S তিনটি খাদ্যের পরিপাকে কোনটিতে সবচেয়ে কম এনজাইম প্রয়োজন? পরিপাক পদ্ধতি বর্ণনা করে মতামত দাও।
উত্তর প্রদানের ক্ষেত্রে কোনটি কোন ধরনের খাদ্য, তা লিখতে পারলে ১ নম্বর পাবে। কোন খাদ্যের পরিপাকনালির কোন অঞ্চলে হয়, তা লিখলে ২ নম্বর পাবে। খাদ্য তিনটির ধরন, পরিপাক কোন অংশে সম্পন্ন হয়, খাদ্য তিনটির পরিপাক পদ্ধতি লিখতে পারলে ৩ নম্বর পাবে। খাদ্য তিনটির ধরন, পরিপাক কোন অংশে সম্পন্ন হয়, তিনটি খাদ্যের পরিপাক পদ্ধতি উল্লেখ করে কোন খাদ্যে সবচেয়ে কম এনজাইম প্রয়োজন, সে সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করতে পারলেই বরাদ্দ করা পূর্ণ ৪ নম্বর পাবে।
চিত্র আঁকবে সঠিকভাবে—১. প্রতিটি প্রশ্নের উত্তরের সঙ্গে সম্পকি৴ত চিত্র সঠিকভাবে আঁকা গুরুত্বপূর্ণ। এতে বেশি নম্বর পাওয়া সহজ হবে।
২. পরীক্ষার হলে চিত্র আঁকার ব্যাপারটি সহজ ও দ্রুত করতে হলে এখন পরীক্ষার আগে তুমি বাসায় চিত্র আঁকাবে।
৩. প্রতিটি চিত্রের অবশ্যই ‘নাম’ সঠিকভাবে লিখবে।
৪. প্রতিটি চিত্রের বিভিন্ন অংশের নাম বা নামের লেবেলিং করবে।
জীববিজ্ঞানে ভালো করতে—
১. বিজ্ঞানবিষয়ক অনেক নাম রয়েছে, তার বানান সঠিকভাবে লিখবে।
২. বৈজ্ঞানিক নাম লেখার সময় সব সময় ইটালিক অক্ষরে লিখবে।
৩. সাল, নাম, তথ্য সঠিক করে লিখতে হবে।
৪. ভুল কোনো তথ্য লিখবে না।
৫. মনে না থাকলে বানিয়ে কোনো তথ্য লিখবে না। এতে পরীক্ষকের মনে তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করবে।
আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য০৪ মে ২০২৫মনে রাখা জরুরি—১. উদ্ভিদের নামের স্বীকৃতির নিয়ম দেওয়ার প্রতিষ্ঠান—ICBN।
২. প্রাণীর নামের স্বীকৃতির নিয়ম দেওয়ার প্রতিষ্ঠান—ICZN।
৩. একটি আদর্শ নিউরনের—৩টি অংশ থাকে।
৪. প্রোফেজ হলো মাইটোসিসের—প্রথম পর্যায়।
৫. এটিপিকে বলা হয়—শক্তি মুদ্রা।
৬. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন—১৬টি পুষ্টি উপাদান।
৭. আমিষে শতকরা—১৬ শতাংশ নাইট্রোজেন থাকে।
৮. একজন সুস্থ–সবল মানুষের জন্য দিনে—৫০ থেকে ৬০ গ্রাম চর্বির প্রয়োজন।
আরও পড়ুনপ্রাথমিকে বৃত্তিও চালু করতে যাচ্ছি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা০৩ মে ২০২৫৯. মানবদেহে সবচেয়ে শক্ত অংশ হলো—দাঁত।
১০. পানি শোষণের একটি হাতিয়ার—ইমবাইবিশন।
১১.অণুচক্রিকার প্রধান কাজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা আর রক্ত জমাট বাঁধতে বাধা দেয়—বেসোফিল হেপারিন।
১২. সর্বজনীন রক্তদাতা হলো—‘O’।
১৩. রক্ত বহন তন্ত্রের প্রধান অঙ্গ—হৃৎপিণ্ড।
১৪. একটি আদর্শ ফুলের স্তবক থাকে—৫টি।
১৫. মাঠের সবুজ ঘাস হলো—উৎপাদক।
লেখক: মোহাম্মদ আক্তারুজ্জামান, প্রভাষক, রূপনগর সরকারি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আরও পড়ুনএইচএসসি পরীক্ষার দুই মাস বাকি, পরীক্ষার্থীদের করণীয় ১০ পরামর্শ০১ মে ২০২৫আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: স জনশ ল অ শ র পর প ক পর ক ষ র বর দ দ র জন য
এছাড়াও পড়ুন:
তিন মাসে ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি
চলতি ২০২৫ সালের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। রেকর্ড পরিমাণ এ ডিপোজিট প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসইতার প্রতিফলন।
গত তিন বছর ধরে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের এ লক্ষণীয় ডিপোজিট প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন মাইলফলক ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।
শনিবার (৩ মে) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সাফল্য উদযাপনের লক্ষ্যে সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি। আয়োজনে ব্রাঞ্চ নেটওয়ার্কের লিডারদের সঙ্গে যোগ দেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। এ সময় ব্র্যাংকটির ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ম্যানেজারসহ উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) এ কে এম তারেক এবং সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।
ব্যাংকের এমন সাফল্যে গ্রাহক আস্থা এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্কের বিষয়টির ওপর জোর দিয়ে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, গ্রাহকের সঙ্গে আস্থার সম্পর্ককে আমরা আমানত সংগ্রহে সবচেয়ে বড় দক্ষতা হিসেবে দেখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৫ এবং সামনের বছরগুলোতেও ডিপোজিট প্রবৃদ্ধিতে আমাদের এমন সাফল্য অব্যাহত থাকবে।
ঢাকা/ইভা