কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। সামরিক এ পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এ নামটি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকটি সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে বলেছে, মোদি মনে করেন, পেহেলগামের হামলার ঘটনায় ভারতের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে।

হিন্দু বিবাহিত নারীরা তাঁদের বিয়ের প্রতীক হিসেবে সিঁথিতে সিঁদুর পরে থাকেন। আর সে সিঁদুরের নামেই এ অভিযানের নামকরণ করা হয়েছে।

গত সপ্তাহজুড়ে ভারতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে মোদি একটি বিষয়ের ওপর জোর দিয়েছেন। তা হলো, পেহেলগামে সাম্প্রতিক হামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় পুরুষদের লক্ষ্য করে চালানো হয়েছে। এ ঘটনায় নারীরা বিধবা হয়েছেন, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে।

কর্মকর্তাদের মোদি আরও বলেন, এই হামলার জবাব এমন হতে হবে, যেন বোঝা যায় যে ভারত এ ক্ষেত্রে ছাড় দেয় না।

অপারেশন সিঁদুর নামের এ অভিযানে ভারতের তিন বাহিনীর সমন্বিত পদক্ষেপ দেখা গেছে, যা বিরল। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে একটি বহুমুখী অভিযান চালিয়েছে। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, স্থল ও সমুদ্রভিত্তিক পথগুলো ব্যবহার করে অভিযানটি চালানো হয়েছে। মূলত জঙ্গি ঘাঁটি ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অবকাঠামোকে হামলার নিশানা করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ