আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
Published: 9th, May 2025 GMT
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডে পানির ফোয়ারার সামনে তৈরি মঞ্চে সমাবেশ শুরু করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফ মেহেদীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
মঞ্চে উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা।
.
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বগুড়ায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুম্পা স্বামীসহ গ্রেপ্তার
বগুড়ার সোনাতলা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌসি রুম্পাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তার স্বামীকেও গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রুম্পা সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর বয়ড়া গ্রামের ডা. জাহিদুল ইসলামের মেয়ে। তার স্বামীর নাম নাজমুল মাহমুদ তুহিন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জান্নাতুল ফেরদৌসি রুম্পা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার রাতে তার বাবার বাড়িতে বেড়াতে এলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রুম্পার বিরুদ্ধে সোনাতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী রুম্পাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সোনাতলা থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন।