রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আয়োজিত সমাবেশে স্প্রে ভেহিকেল ব্যবহার করায় সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সংস্থাটি গণমাধ্যমে এই বিবৃতি পাঠায়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, যেহেতু ঢাকায় গত কয়েকদিন ধরে হিট ওয়েভ চলছে সেহেতু যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি। গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয় বিভিন্ন বাজার এলাকা এবং টার্মিনাল এলাকাতেও এই স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।

আরো পড়ুন:

আইভী কারাগারে

ডিএনসিসি প্রশাসক
বাতাসের গুণগতমান যাচাইয়ের জন্য আধুনিক যন্ত্র স্থাপন করা হবে

সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তখন অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর এই স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, ফ্রি প্যালেস্টাইন নিয়ে যে সমাবেশগুলো হয়েছে তখনও এই ভেহিকেলটি ব‍্যবহার হয়েছে।

মূলত হিট ওয়েভ থাকা অবস্থায় নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ভেহিকেলটি ব‍্যবহার হয়, ওই জমায়েত রাজনৈতিক না অরাজনৈতিক তা সিটি করপোরেশনের জন‍্য গুরুত্বপূর্ণ বিষয় নয়, বলেন ডিএনসিসি প্রশাসক।

ঢাকা/আসাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এনস স ড এনস স যবহ র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১০ মে ২০২৫)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আছে দুটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ও লা লিগায় আছে কয়েকটি ম্যাচ।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

রহতমতগঞ্জ–ফকিরেরপুল
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

পুলিশ এফসি–আবাহনী
বিকেল ৪টা, টি স্পোর্টস

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–লাইপজিগ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

বায়ার্ন মিউনিখ–মনশেনগ্লাডবাখ
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

সাউদাম্পটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ফুলহাম–এভারটন
রাত ৮টা,  স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাউথ–অ্যাস্টন ভিলা
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

আতলেতিকো মাদ্রিদ–সোসিয়েদাদ
রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ