বৈষম্যবিরোধী তিন নেতার ওপর হামলা, প্রতিবাদে সমাবেশ
Published: 9th, May 2025 GMT
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসানসহ তিনজনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১টার দিকে শহরের বাহিরগোলা খাদেমের পুলের কাছে হামলার শিকার হন তারা।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলায় আহত অন্যরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ শহীদ এম.
আরো পড়ুন:
শেখ হাসিনাকে লেখা হলো ‘প্রধানমন্ত্রী’, আ. লীগ নেতার পত্রিকা অফিসে হামলা
ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, “সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আহত মুনতাসির মেহেদী হাসান বলেন, “বৃহস্পতিবার রাতে একটি মোটরসাইকেলে করে আমরা তিনজন রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে বাহিরগোলার দিকে যাচ্ছিলাম। এসময় দুটি মোটরসাইকেল বারবার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তাদের একটি মোটরসাইকেল থামিয়ে বেপরোয়াভাবে চালাতে নিষেধ করি। তখনই দুইজন নেমে লোহার স্টিক দিয়ে আমাকে পেটাতে শুরু করে।”
তিনি আরো বলেন, “মারধরের সময় তারা (হামলাকারী) বলতে থাকে আওয়ামী লীগ হলো আকাশের মতো, তোরা কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবি। এসময় বাধা দিতে গেলে তারা সেখ তাজ ও ইমরানকেও মারধর করে। এরপর আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়।”
মেহেদী বলেন, “ঘটনার কিছুক্ষণ আগে, শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করার জন্য ঘোষণা দিয়ে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্টে করেছিলাম। ধারণা করছি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পোস্ট দেওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে।”
এদিকে, হামলার প্রতিবাদে শুক্রবার (৯ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান। একই সঙ্গে তারা আওয়ামী লীগকে ‘গণবিরোধী ও ফ্যাসিস্ট দল’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুনতাসীর হাসান মেহেদী, ইয়াসিন আরাফাত ঈশান, সংগঠনের মুখপত্র টিএম মুশফিক, মুখ্য সংগঠক জুবায়ের ইসলাম সেজান এবং সংগঠক ইমরান হাসান।
ঢাকা/অদিত্য/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ স র জগঞ জ আওয় ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সদর পূর্ব থানার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব শহরের থানা পুকুরপাড় এলাকায় এক মিলনায়তনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
এসময় তিনি বলেন পৃথিবীতে দুইটি দল আছে একটি হলো আল্লাহর দল আরেকটি হলো শয়তানের। আপনি আমি কোনটিতে থাকবো এটা একান্তই আমাদের সিদ্ধান্তের। বিগত আমলে একদল নামাজী বেশে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে।
ভোটের সময় হলে মৌলভী, ভোটে শেষে আর কাউকে চিনে না। এমন চরিত্রের মানুষদের কে চিন্হিত করার সময় এখনোই। সারা বাংলাদেশে ইসলামী বিজয়ের এক রব উঠেছে। আল্লাহ চাইলে বাংলাদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ।
এসময় তিনি আরো বলেন মানব রচিত কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি দিতে পারে একমাত্র আল কুরআন, কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে।
এসময় নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার কয়েকশত সুধীদের নিয়ে সমাবেশে নারায়ণগঞ্জ সদর সাংগঠনিক পূর্ব থানার আমীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও পূর্ব থানা সেক্রেটারি সারোয়ার ইসলাম খানের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।