সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসানসহ তিনজনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১টার দিকে শহরের বাহিরগোলা খাদেমের পুলের কাছে হামলার শিকার হন তারা।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলায় আহত অন্যরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ শহীদ এম.

মনসুর আলী মেডিক্যাল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান ও রেড জুলাইয়ের সহ-মুখপাত্র সেখ তাজ। প্রাথমিক চিকিৎসা শেষে এখন তারা বাড়িতে অবস্থান করছেন।

আরো পড়ুন:

শেখ হাসিনাকে লেখা হলো ‌‘প্রধানমন্ত্রী’, আ. লীগ নেতার পত্রিকা অফিসে হামলা

ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, “সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আহত মুনতাসির মেহেদী হাসান বলেন, “বৃহস্পতিবার রাতে একটি মোটরসাইকেলে করে আমরা তিনজন রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে বাহিরগোলার দিকে যাচ্ছিলাম। এসময় দুটি মোটরসাইকেল বারবার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তাদের একটি মোটরসাইকেল থামিয়ে বেপরোয়াভাবে চালাতে নিষেধ করি। তখনই দুইজন নেমে লোহার স্টিক দিয়ে আমাকে পেটাতে শুরু করে।” 

তিনি আরো বলেন, “মারধরের সময় তারা (হামলাকারী) বলতে থাকে আওয়ামী লীগ হলো আকাশের মতো, তোরা কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবি। এসময় বাধা দিতে গেলে তারা সেখ তাজ ও ইমরানকেও মারধর করে। এরপর আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়।”

মেহেদী বলেন, “ঘটনার কিছুক্ষণ আগে, শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করার জন্য ঘোষণা দিয়ে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্টে করেছিলাম। ধারণা করছি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পোস্ট দেওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে।”

এদিকে, হামলার প্রতিবাদে শুক্রবার (৯ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান। একই সঙ্গে তারা আওয়ামী লীগকে ‘গণবিরোধী ও ফ্যাসিস্ট দল’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুনতাসীর হাসান মেহেদী, ইয়াসিন আরাফাত ঈশান, সংগঠনের মুখপত্র টিএম মুশফিক, মুখ্য সংগঠক জুবায়ের ইসলাম সেজান এবং সংগঠক ইমরান হাসান।

ঢাকা/অদিত্য/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ স র জগঞ জ আওয় ম

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ