উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শাহবাগের গণজমায়েত থেকে শনিবার রাত পৌনে নয়টার দিকে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা।

হাসনাতের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকে।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘণ্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) চেয়ে সময়সীমা বেঁধে দেন হাসনাত। ওই সময় তিনি বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে পথনকশা না পেলে ‘মার্চ টু যমুনা’ (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন) ঘোষণা করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

ডিপ্লোমা ও ভোকেশনালে ভর্তিতে সময় বৃদ্ধি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ও দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ও দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি কার্যক্রম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হলেও শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর সুবিধার কথা বিবেচনা করে এই সময় বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভর্তি–সংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) দেখা যাবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনএইচএসসি পরীক্ষা ২০২৬: আপাতত নির্বাচনী পরীক্ষা নয়, চলবে ক্লাস৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ডিপ্লোমা ও ভোকেশনালে ভর্তিতে সময় বৃদ্ধি
  • ৩৪ টাকায় ধান, ৫০ টাকায় চাল কিনবে সরকার
  • দুই দিনের ক্রিকেট কনফারেন্স, শোনা হবে সবার কথা
  • তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের আবারও বিক্ষোভ, হুঁশিয়ারি