উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শাহবাগের গণজমায়েত থেকে শনিবার রাত পৌনে নয়টার দিকে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা।

হাসনাতের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকে।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘণ্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) চেয়ে সময়সীমা বেঁধে দেন হাসনাত। ওই সময় তিনি বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে পথনকশা না পেলে ‘মার্চ টু যমুনা’ (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন) ঘোষণা করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের দুটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস (জিএসই) পদের মৌখিক পরীক্ষা ১৬ ও ১৭ জুলাই এবং মেডিকেল অফিসার পদের মৌখিক পরীক্ষা ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, কনফারেন্স রুমে (২য় তলায়) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কালার প্রিন্ট দুই কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এ ছাড়া ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের দেওয়া নাগরিকত্বের সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে ।

সম্পর্কিত নিবন্ধ

  • শুল্ক ইস্যুতে বাংলাদেশসহ ১৪ দেশের জন্য আলোচনার সুযোগ রাখলেন ট্রাম্প
  • শুল্ক ইস্যুতে বাংলাদেশসহ ১৪ দেশের জন্য আলোচনার দরজা খোলা রাখলেন ট্রাম্প
  • ট্রাম্পের ঘোষণায় মার্কিন শেয়ারবাজারে পতন
  • বাংলাদেশসহ ১৪ দেশে নতুন শুল্কের সময়সীমা ‘শতভাগ চূড়ান্ত নয়’, দর-কষাকষির সুযোগ রাখলেন ট্রাম্প
  • নতুন শুল্কের সময়সীমা ‘শতভাগ চূড়ান্ত নয়’, দর-কষাকষির সুযোগ রাখলেন ট্রাম্প
  • ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ল
  • যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছেছে: ট্রাম্প
  • ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল: দেখে নিন সময়সূচি
  • ব্যাংক খাত সংস্কার: সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর
  • বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ