কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে খুরুশকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ওসি ইলিয়াস খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে, গ্রেপ্তারের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ বাবুলকে ধরতে গেলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে সেখান থেকে তুলে গ্রেপ্তার করে। ভিডিওটি আজকের দিনে ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কাওয়ারপাড়া এলাকার স্থানীয়রা।

আরো পড়ুন:

নাসিক ভবনে অটোরিকশাচালকদের হামলার অভিযোগ

সাইকেল কিনতে এসে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন: ডিবি

গ্রেপ্তারের সময় ইউপি সদস্য বাবুলকে হাতজোর করে বলতে শোনা যায়, “কাল আমার মায়ের ফাতেহা (কুলকানি)। দয়া করে আমাকে ছেড়ে দেন। আমার মা মারা গেছে।”

স্থানীয়রা জানান, বাবুলের মা গত ৯ মে মারা গেছেন। 
 

ঢাকা/তারেকুর/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ব ব লক

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ