কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে খুরুশকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ওসি ইলিয়াস খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে, গ্রেপ্তারের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ বাবুলকে ধরতে গেলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে সেখান থেকে তুলে গ্রেপ্তার করে। ভিডিওটি আজকের দিনে ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কাওয়ারপাড়া এলাকার স্থানীয়রা।

আরো পড়ুন:

নাসিক ভবনে অটোরিকশাচালকদের হামলার অভিযোগ

সাইকেল কিনতে এসে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন: ডিবি

গ্রেপ্তারের সময় ইউপি সদস্য বাবুলকে হাতজোর করে বলতে শোনা যায়, “কাল আমার মায়ের ফাতেহা (কুলকানি)। দয়া করে আমাকে ছেড়ে দেন। আমার মা মারা গেছে।”

স্থানীয়রা জানান, বাবুলের মা গত ৯ মে মারা গেছেন। 
 

ঢাকা/তারেকুর/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ব ব লক

এছাড়াও পড়ুন:

নটর ডেম কলেজ ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস (১৮) মারা গেছেন। কলেজ ‘ভবনের বারান্দা থেকে পড়ে’ তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা শিক্ষার্থীদের। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধ্রুব পরিবারের সঙ্গে গোপীবাগের একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর মধ্যপাড়ায়। 

মৃত শিক্ষার্থীর বাবা বাণীব্রত দাস জানান, ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। তার প্রবেশপত্র আনার জন্য ছেলের সঙ্গে কলেজে যান তিনি। ছেলেকে ভেতরে পাঠিয়ে দিয়ে তিনি আর ধ্রুবর মা কলেজগেটের বাইরে অপেক্ষা করেন। কিন্তু একটু পর কয়েকজন শিক্ষার্থী ছেলেকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে নিয়ে আসে বাইরে। তাকে প্রথমে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 
 

সম্পর্কিত নিবন্ধ