আওয়ামী লীগ নেতার গোয়ালঘরে মিলল বন্দুক-গুলি
Published: 13th, May 2025 GMT
কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি দেশি বন্দুক, দুটি গুলিসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মনির উদ্দিন (৩৮)। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে পেকুয়ার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মনির উদ্দিন পেশায় কৃষক। তিনি শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র রয়েছে এমন খবরে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের ওপর নজর রেখে আসছিল পুলিশ। এরই সূত্র ধরে গতকাল রাতে মনিরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ
দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।
এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।
আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।