জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ২১ জুন ২০২৫ দিবাগত রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

দরকারি তথ্য-
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
২.

প্রাথমিক আবেদন ফি বাবদ পাঁচ শত টাকা সোনালী সেবা অথবা নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫ জুন ২০২৫–এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
প্রাথমিক আবেদন ও ভর্তির সংশোধিত সময়সূচি-
১. অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ: ২১/০৬/২০২৫।
২. সোনালী সেবার টাকা জমা দেওয়ার শেষ তারিখ: ২৫/০৬/২০২৫।
[ আবেদনকারী প্রতি ৫০০ টাকা হারে আবেদন ফি জমা দিতে হবে। পে-স্লিপে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১১০০০০২৭০১ উল্লেখ করে টাকার অঙ্ক লেখা থাকবে।]

আরও পড়ুনপ্রাথমিকে ছুটি কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা১৭ মে ২০২৫

৩. লিখিত পরীক্ষার তারিখ: ৩০/০৬/২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
[ ভর্তি পরীক্ষার স্থান: একাডেমিক ভবন, বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস।]
৪. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ০৩/০৭/২০২৫।
৫. মৌখিক পরীক্ষার তারিখ: ০৯/০৭/২০২৫ থেকে ১৫/০৭/২০২৫, সময়: সকাল ১০.৩০টা।
[মৌখিক পরীক্ষার স্থান: একাডেমিক ভবন, বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস।]
৭. মেধাতালিকা প্রকাশ: ২১/০৭/২০২৫।
৮. পে-স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ২৩/০৭/২০২৫ থেকে ০৪/০৮/২০২৫।
৯. ক্লাস শুরুর তারিখ: ১০/০৮/২০২৫।
[ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।]
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনবিশ্ববিদ্যালয় শিক্ষকের চ্যাটজিপিটি ব্যবহার, ক্ষুব্ধ শিক্ষার্থী ফেরত চাইলেন টিউশন ফি১৮ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র

এছাড়াও পড়ুন:

‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করল ইউসিবিডি

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ক্রেডেনশিয়াল অর্জন করলেন ১২০ শিক্ষার্থী। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) আয়োজিত ‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৫’-এ ব্যবসা, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ফাউন্ডেশন ইয়ার এবং ডিপ্লোমা সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ইউসিবিডি বোর্ডের সদস্য, ইউসিবিডির প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল, ইউসিবিডির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মো. ইসমাইল হোসেন এবং এসটিএস গ্রুপের সিইও মানাস সিং।

এই আয়োজনটি ছিল ইউসিবিডিতে পরিচালিত মোনাশ প্রোগ্রামের ৮ম ও ৯ম ইনটেকের জন্য আয়োজিত চতুর্থ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ইউসিবিডি প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘৯৮ শতাংশ পাসের হার এবং আমাদের অধিকাংশ শিক্ষার্থীর সেরা গ্রেড অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বলতে চাই, ঢাকার শিক্ষার্থীরা মেলবোর্নের শিক্ষার্থীদের চেয়ে অনেক ভালো ফল অর্জন করেছেন। আজ যাঁরা এই প্রোগ্রাম সম্পূর্ণ করছেন, তাঁরা প্রত্যেকেই বিশ্বমানের যোগ্যতা নিয়ে যাচ্ছেন, যা আন্তর্জাতিক সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে তাঁদের সহায়তা করবে। আমরা আপনাদের অর্জনে গর্বিত এবং একই সঙ্গে আপনাদের আন্তর্জাতিক শিক্ষার স্বপ্নপূরণ হওয়ায় আনন্দিত।’

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে বলেন, ‘ইউসিবিডি এবং মোনাশের মধ্যে এই অংশীদারত্ব গুরুত্ব বহন করে। শিক্ষার মাধ্যমে কীভাবে বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং দীর্ঘস্থায়ী বৈশ্বিক পরিবর্তন ত্বরান্বিত করা যায় সেটির প্রতিফলন এই অংশীদারত্ব। যারা এই প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে বলে আশাবাদী আমি।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং তাঁদের সাফল্য উদ্‌যাপন করা হয়।

উল্লেখ্য, ইউসিবিডি দেশের প্রথম শিক্ষা মন্ত্রণালয়-অনুমোদিত আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে সরাসরি এবং নিশ্চিত ভর্তির সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ মোনাশের অবস্থান ৩৭তম। ইউসিবিডি থেকে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান। মোনাশ প্রোগ্রামের পরবর্তী ইনটেকে ভর্তি কার্যক্রম আগামী জুলাই ও আগস্ট মাসজুড়ে চলবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাবেক আর্সেনাল তারকার বিরুদ্ধে ধর্ষণের ৫ মামলা
  • স্বপ্নপূরণে দ্বিধাহীন তটিনী
  • আজ টিভিতে যা দেখবেন (৪ জুলাই ২০২৫)
  • ‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করল ইউসিবিডি
  • ‘আমরা নেটওয়ার্ক’ লিমিটেডের শেয়ার কারসাজি, তদন্তে কমিটি
  • ভিন্ন নামে যুক্তরাজ্যে চুপিসারে ফ্ল্যাট কিনেছেন নেতানিয়াহুর ছেলে
  • নারী এশিয়ান কাপে ভালো করলে বিশ্বকাপের টিকিটও মিলতে পারে ঋতুপর্ণাদের
  • মেয়েটির কথা ফুটল কারাগারে
  • রাইজিংবিডিতে প্রতিবেদন প্রকাশের পর সেই মুসাকে শোকজ
  • একসঙ্গে বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, বেতন-ভাতাও নেন নিয়মিত!