সত্যিকারের সফলতা বলতে কী বোঝায়? বৈষয়িক সম্পদ, প্রাচুর্য, নাকি দৃঢ় ইমান ও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক? আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে আছে, মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা, যাঁরা তোমাদের চেয়ে ওপরে আছেন, তাঁদের দিকে তাকিয়ো না; বরং যাঁরা তোমাদের চেয়ে নিচে আছেন, তাঁদের দিকে তাকাও। কারণ, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি প্রদত্ত নেয়ামতকে তুচ্ছ মনে করা থেকে তোমাদের বিরত রাখবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬,৪৯০; মুসলিম, হাদিস: ২,৯৬৯)

এই হাদিস আমাদের শেখায় কৃতজ্ঞতা ও সন্তুষ্টির মাধ্যমে জীবন যাপন করতে। কিন্তু আমরা কি আমাদের সন্তানদের এই দৃষ্টিভঙ্গি শেখাচ্ছি? নাকি আমরা তাদের শিখিয়ে দিচ্ছি যে দুনিয়ার সাফল্য উচ্চ গ্রেড, সম্পদ, ক্যারিয়ার—ধর্মের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

এক রিকশাচালকের গল্প

ফেসবুকে একটি গল্প ভাইরাল হয়েছিল, যেখানে এক রিকশাচালক তাঁর জীবনের কথা বর্ণনা করেছেন। বৈষয়িক দৃষ্টিকোণে তাঁর জীবন সাধারণ মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণে এটি একজন মায়ের অসাধারণ সাফল্যের গল্প, যিনি তাঁর সন্তানের মধ্যে দৃঢ় ইমান গড়ে তুলেছেন। গল্পটি এমন—

‘ছোটবেলায় আমার মা প্রায়ই আমাকে প্রতিবেশীদের কাছে নুন, লঙ্কা বা পেঁয়াজ ধার চাইতে পাঠাতেন। আমাদের মতোই গরিব প্রতিবেশীরা অসন্তুষ্ট মনে আমাদের দিতেন, জানতেন আমরা তা ফেরত দিতে পারব না। ধার ছাড়া আমাদের রান্না করা প্রায় অসম্ভব ছিল। তবুও আমরা একটি কাজ কখনো বন্ধ করিনি—নামাজ।

‘আমার বাবা ছোটবেলায় মারা যান। মা ও বোনদের সাহায্য করতে আমি ৯ বছর বয়সে কাজ শুরু করি, দিনে ১৫ টাকা আয় করে। আমি তাড়াতাড়ি বড় হতে চাইতাম, বেশি উপার্জন করে পরিবারকে সাহায্য করতে। কিন্তু আমি কখনো সকালের নামাজ বন্ধ করিনি। এখন রিকশা চালিয়ে আমি আমার বোনদের স্কুলে পড়ার খরচ পাঠাই, যা আমি কখনো করতে পারিনি।

আরও পড়ুনইমান নষ্ট হয়ে যাওয়ার কয়েকটি কারণ২৫ ফেব্রুয়ারি ২০২৫

‘আমার মা এখন বৃদ্ধ ও অসুস্থ। আমি দিনভর রিকশা চালিয়ে তাঁকে প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার টাকা পাঠাই, যাতে তিনি ওষুধ ও খাবার কিনতে পারেন। কাজের মধ্যেও আমি পাঁচ ওয়াক্ত নামাজের সময় বের করি। প্রতিবার রুকু–সিজদায় আমি মায়ের জন্য দোয়া করি। তিনি আমার জীবনের সবকিছু, আমার মাথার ওপর ছাতার মতো। তাঁর ও আল্লাহর সঙ্গে সম্পর্ক ছাড়া আমি কিছুই নই।

‘আমি দোয়া করি মায়ের স্বাস্থ্য ভালো হোক, তিনি আমার আগে মারা না যান। সম্প্রতি আমি তাঁকে একটি সবুজ শাড়ি কিনে দিয়েছি, কারণ তিনি সবুজ শাড়ি পছন্দ করেন। তাঁকে এত খুশি দেখে আমার হৃদয় ভরে যায়। আমি প্রতিদিন কাজ করব এবং মায়ের জন্য দোয়া করব।’

এই যুবক বৈষয়িক সাফল্য অর্জন করেননি, কিন্তু তিনি সেখানে সফল হয়েছেন যেখানে অনেক অভিভাবক ব্যর্থ হন। তাঁর মা তাঁকে আল্লাহর প্রতি ভালোবাসা ও নামাজের প্রতি অটলতা শিখিয়েছেন।

অভিভাবকদের অগ্রাধিকার

এই গল্প আমাদের প্রশ্ন করে, আমরা আমাদের সন্তানদের কী শেখাচ্ছি? আমাদের লক্ষ্য কি তাদের ধর্মীয় দায়িত্ববোধের প্রতি ভালোবাসা জাগানো, নাকি শিক্ষা ও ক্যারিয়ারকে প্রাধান্য দেওয়া? আমরা অনেকে প্রথমে ধর্মীয় শিক্ষা দিয়ে শুরু করি, কিন্তু সন্তানেরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অগ্রাধিকার বদলে যায়। পড়াশোনা, অন্যান্য চর্চা ও সামাজিক চাপ ধর্মীয় শিক্ষাকে পেছনে ঠেলে দেয়।

ছোটবেলায় সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে স্কুলে গিয়ে সন্তানেরা গেম, মিডিয়া ও বন্ধুদের প্রভাবে বদলে যায়। হাইস্কুলে পড়ার চাপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্যারিয়ারের দৌড় শুরু হয়। অজান্তেই আমরা দুনিয়ার ইঁদুর দৌড়ে জড়িয়ে পড়ি। আমরা অবিশ্বাসীদের মতো অভাবের দৃষ্টিকোণ থেকে জীবন দেখতে শুরু করি। ফলে আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে সরে যাই।

আরও পড়ুননামাজ: দাসের মহিমা০৪ মার্চ ২০২৫

পরীক্ষায় ধৈর্য ও কৃতজ্ঞতা

জীবন পরীক্ষার ময়দান। ওই মায়ের জীবন ছিল দারিদ্র্যের কঠিন পরীক্ষা। তাঁর বাড়িতে কখনো কখনো নুনের ছিটার অভাব হতো। তিনি সন্তানদের ভিক্ষা করতে পাঠাতে পারতেন বা অনৈতিক পথ বেছে নিতে পারতেন। কিন্তু তিনি লড়াই করেছেন। তিনি ধৈর্য ধরেছেন। তাঁর লক্ষ্য ছিল সন্তানদের মধ্যে ইমানের বীজ বপন করা। তাঁর দৃষ্টিভঙ্গি কখনো অস্পষ্ট হয়নি।

অনেকে প্রাচুর্যের পরীক্ষায় পড়েন। আমাদের ফ্রিজে সপ্তাহভর খাবার, প্যান্ট্রিতে মাসভর চাল–ডাল থাকে। কিন্তু আমরা যখন অভাবের মানসিকতায় জীবন দেখি, তখন দৃষ্টিভঙ্গি ঝাপসা হয়ে যায়। আমরা দামি জিনিস, উচ্চ পদ বা সামাজিক মর্যাদার পেছনে ছুটি; ওদিকে পরকালের ক্ষতি হয়ে যায়। ফলে আমাদের সন্তানদের জন্য ইসলাম কেবল একটি সংস্কৃতি হয়ে দাঁড়ায়—জীবনযাপনের একমাত্র পথ নয়।

কৃতজ্ঞতার শক্তি

প্রথমে বর্ণিত হাদিস আমাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টির শিক্ষা দেয়। আমাদের শিখতে হবে যে আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা কর্তব্য। এই গল্প আমাদের সন্তানদের কৃতজ্ঞতার পাঠ শেখানোর সুযোগ দেয়। যখন তারা বাজারের ব্যাগ আনবে, তাদের স্মরণ করিয়ে দিন, তারা যেন খাবার, বাড়ি ও পরিবারের জন্য কৃতজ্ঞ থাকে। নিয়মিত দোয়া করুন, ছোটবেলা থেকে ধর্মীয় দায়িত্ব পালনের অভ্যাস গড়ে তুলুন, যাতে তারা বড় হয়ে সততায় অটল থাকে।

অভিভাবকদের দায়িত্ব

আমাদের জীবনের অগ্রাধিকার পুনর্বিন্যাস করতে হবে। আমরা কোথায় যাচ্ছি, এই দুনিয়ায় কী চাই, তা পরিষ্কার হওয়া উচিত। এই মূল্যবোধ আমাদের সন্তানদের মধ্যে সঞ্চারিত করতে হবে, যাতে ধর্ম তাদের জীবনে কখনো দুর্বল না হয়। অভিভাবক হিসেবে এই দায়িত্ব আমাদের। প্রতিদিন একটি নতুন সুযোগ—পথভ্রষ্ট হলে সংশোধনের, আল্লাহর কাছে পথনির্দেশনা চাওয়ার।

সূত্র: মুসলিম ম্যাটার্স

আরও পড়ুনফজর নামাজ শয়তানের বিরুদ্ধে বিশ্বাসীদের বিজয়১৮ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ বন র র জ বন র জন য পর ক ষ

এছাড়াও পড়ুন:

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ১০ম গ্রেডভুক্ত ‘অফিসার (জেনারেল)’ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (৫ম তলা, এক্সাম হল-০২)।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা–

১. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর, বই, কাগজ, মুঠোফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ বা ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

৪. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৭ সেপ্টেম্বর দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১১ অক্টোবর অফিসার (জেনারেল) পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এই পদে তিনজনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ