আইপিএলে বারবার আচরণবিধি ভেঙে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন লখনৌ সুপার জায়ান্টসের লেগস্পিনার দিগ্বেশ রাঠি। এবার সেই বিতর্কে আরও বড় শাস্তি পেলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে অনভিপ্রেত আচরণের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই স্পিনার। একই সঙ্গে গুনতে হচ্ছে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা।

লখনৌর হোম ভেন্যুতে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে রান তাড়ার সময় অষ্টম ওভারে ঘটে এই বিতর্কিত ঘটনা। ব্যাটার অভিষেক শর্মাকে আউট করে হাত নাড়িয়ে তাকে দ্রুত মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন দিগ্বেশ। এরপর ‘নোটবুক সেলিব্রেশন’ও করেন। হায়দরাবাদের ব্যাটার এরপর মাথা ঠান্ডা রাখতে পারেননি। তিনি দিগ্বেশের দিকে এগিয়ে আসেন। হেলমেট খুলে কিছু বলেন লখনৌয়ের স্পিনারকে। পাল্টা কথা বলেন দিগ্বেশও। দুইজনের মধ্যে কথার লড়াই শুরু হলে পরিস্থিতি সামাল দিতে মাঠে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ার মাইকেল গফকে।

এই ঘটনায় দিগ্বেশের ঝুলিতে যোগ হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট, যার ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল পাঁচে। আইপিএলের নিয়ম অনুযায়ী, চার বা ততোধিক ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। সে অনুযায়ী, বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে লখনৌর ম্যাচে খেলতে পারবেন না রাঠি।

এই মৌসুমে দিগ্বেশ এর আগেও মাত্রা ছাড়ানো উদযাপনের কারণে একাধিকবার সতর্ক হয়েছেন এবং ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এবার নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ায় আগামী দিনে আরও বেশি সতর্ক থাকতে হবে তাকে। কারণ আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী, ব্যক্তিগত ডিমেরিট পয়েন্ট সংরক্ষিত থাকে ৩৬ মাস পর্যন্ত। অর্থাৎ ভবিষ্যত মৌসুমেও এসব পয়েন্ট তার বিপক্ষে যেতে পারে।

আইপিএলের শৃঙ্খলা নীতিমতে, ৮ ডিমেরিট পয়েন্টে দুই ম্যাচ এবং ১১ ডিমেরিট পয়েন্ট হলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীতে সৎমা ও দাদিকে গলা কেটে হত্যা

পটুয়াখালীতে কুলসুম বেগম ও মোসা. সাহিদা বেগম নামের দুই নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা একটার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আল আমিন (২৭) সম্পর্কে নিহত সাহিদা বেগমের সৎছেলে এবং বৃদ্ধা কুলসুম বেগমের নাতি। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত দুই নারীর স্বজন মো. আশ্রাফ খাঁ জানান, আল আমিন দীর্ঘদিন ধরে অস্বাভাবিক চলাফেরা করছেন। এরপর তাঁর পরিবার তাঁকে মানসিক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। দুপুরে আল আমিনের বাবা রাজ্জাক খাঁ পাশের একটি মসজিদে জুমার নামাজ পড়তে গেলে আল আমিন দা দিয়ে গলা কেটে তাঁর সৎমা সাহিদা বেগম ও বৃদ্ধ দাদি কুলসুম বেগমকে হত্যা করেন।

বাহাদুর আলম খাঁ (৫০) নামের এক আত্মীয় বলেন, নিহত সাহিদা সম্পর্কে তাঁর চাচিশাশুড়ি এবং কুলসুম বেগম দাদিশাশুড়ি। দুপুরে বাড়ির সবাই জুমার নামাজ পড়তে গেলে মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে আল আমিন রান্নার কাজে ব্যবহৃত ধারালো দা দিয়ে প্রথমে সৎমা এবং পরে দাদিকে গলা কেটে হত্যা করেন। তিনি বলেন, আল আমিন মাদ্রাসা থেকে দাখিল পাস করে পটুয়াখালী সরকারি কলেজে ভর্তি হয়েছিলেন। এরপর তিন বছর আগে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করতে যান। সেখান থেকে বাড়িতে ফিরে অস্বাভাবিক আচরণ শুরু করেন। পরে পরিবারের পক্ষ থেকে চিকিৎসক দেখালেও সুস্থ হননি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, দুই নারীকে হত্যার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ড ঘটানো ব্যক্তি ওই পরিবারের সদস্য। ঘটনার পর মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। জড়িত তরুণ এখন পলাতক। তিনি মানসিক ভারসাম্যহীন কি না, তদন্ত করে দেখা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যান্টার্কটিকায় বিরল স্কুইডের সন্ধান
  • পানিতে ভাসছিল ২২ দিনের শিশুর মৃতদেহ, ঘরে ঘুমিয়ে ছিলেন মা
  • বাঁধন কাঁদলেন, কিন্তু কেন...
  • মামাত বোনকে ধর্ষণ-হত্যা করে নিখোঁজের গল্প সাজায় নয়ন: পুলিশ
  • আমাদের যত ঘুঘু 
  • বাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়ম পাল্টাচ্ছে এমসিসি
  • কমিটি নেই, সবাই নেতা
  • কোরবানির গরু কেনার আড়াই লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ী জাকিরকে হত্যা করা হয়
  • শ্রীলঙ্কা পৌঁছেছেন মিরাজ-শান্তরা
  • পটুয়াখালীতে সৎমা ও দাদিকে গলা কেটে হত্যা