আজ ২০ মে, ২০২৫ বিশ্ব মৌমাছি দিবস। ২০১৮ সালে জাতিসংঘের সদস্য দেশগুলো এই দিনটি উৎসর্গ করেছে মৌমাছিদের জন্য। বাসযোগ্য পরিবেশ তৈরির জন্য মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরাগায়ন কৃষি-খাদ্য ব্যবস্থার জন্য অত্যাবশ্যক, কারণ এটি বিশ্বের ৭৫ শতাংশেরও বেশি শস্য উৎপাদনে সহায়তা করে; যার মধ্যে ফল, সবজি, বাদাম ও বীজ অন্তর্ভুক্ত। বিশ্বে বিশ হাজারের বেশি প্রজাতির পরাগায়নকারী মৌমাছি ফসলের পরিমাণ বাড়ানোর পাশাপাশি খাদ্যের গুণমান ও বৈচিত্র্যও উন্নত করে। কিন্তু দুর্ভাগ্য হলো, মৌমাছিরা আজ হুমকির মুখে। মানুষের কর্মকাণ্ডের কারণে বর্তমান প্রজাতি বিলুপ্তির হার স্বাভাবিকের চেয়ে ১০০ থেকে ১ হাজার গুণ বেশি। এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তবে পুষ্টিকর ফসল ও বিভিন্ন ধরনের সবজি ক্রমেই বৈচিত্র্য হারিয়ে প্রধান কয়েকটি খাদ্যশস্য দ্বারা প্রতিস্থাপিত হবে, যার ফলে খাদ্যতালিকায় ভারসাম্যহীনতা দেখা দেবে।

কীটনাশকের ব্যবহার, নিবিড় কৃষি কার্যক্রম, ভূমি ব্যবহারে পরিবর্তন, একফসলি চাষ এবং জলবায়ু পরিবর্তন– সবকিছুই মৌমাছি জনসংখ্যার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে আমাদের খাদ্যের মান ও পরিমাণের ওপর। পৃথিবীতে মৌমাছিসহ অন্য যেসব পতঙ্গ পরাগায়নে ভূমিকা রাখছে, সেসব প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ ।

কৃষিতে বিপজ্জনক কীটনাশকের ব্যাপক ব্যবহার মানবতা এবং পরিবেশ সুরক্ষার প্রতি এক প্রকার অবহেলা। প্রতিবছর বিপজ্জনক কীটনাশকের বিষক্রিয়ায় আনুমানিক ৩৮৫ মিলিয়ন দুর্ঘটনা ঘটে, যা বিশ্বের দক্ষিণাঞ্চলগুলোর ক্ষুদ্র কৃষক, গ্রামীণ নারী এবং শিশুদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ২০১৮ সালের জুনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একই ধরনের সমস্যা নিয়ে ১৫টি শিশু ভর্তি করা হয়। এর মধ্যে ১৩ জনই ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছে। এত বেশি শিশুর মৃত্যুর পর ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একটি টিম দিনাজপুরের আক্রান্ত এলাকাগুলোয় গবেষণা চালিয়ে শনাক্ত করে, লিচুতে বিষাক্ত কীটনাশকের ব্যাপক ব্যবহারের কারণেই এসব শিশুর মৃত্যু হয়েছে।

কীটনাশকের পরিবেশগত প্রভাবও সমানভাবে গুরুতর। কীটনাশক নদী ও ভূগর্ভস্থ জলে মিশে বাস্তুতন্ত্র দূষিত করে এবং জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। মাটিতে অবশিষ্টাংশ বিষাক্ত খাদ্য শৃঙ্খলে প্রবাহিত হয়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে, যার মধ্যে হরমোনজনিত অস্বাভাবিকতা ও ক্যান্সার অন্তর্ভুক্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, কীটনাশকের ব্যবহার বাড়ছে: ১৯৭২ সালে ৪ হাজার টন থেকে ২০২২ সালে ৪০ হাজার টনে– পাঁচ দশকে দশ গুণ বৃদ্ধি। দেশীয় কীটনাশক আমদানিকারকের সংখ্যা ২০০০ সাল থেকে ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭০০-তে পৌঁছেছে। এই অনিয়ন্ত্রিত বৃদ্ধি কঠোর তদারকির জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে। 

আশ্চর্যজনকভাবে, উন্নত দেশগুলোতে বিপজ্জনক কীটনাশক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কোম্পানিগুলো নিয়মকানুন দুর্বল এমন দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এগুলো উৎপাদন এবং রপ্তানি করে যাচ্ছে। কোম্পানিগুলোর এমন আচরণ স্পষ্টতই দ্বিচারিতা। পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক অংশীদারদের দ্বারা পরিচালিত একটি জরিপ অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন না থাকা সত্ত্বেও বাংলাদেশে ১১টি কীটনাশক খুচরা দোকানে পাওয়া যায়।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সুরক্ষা শাখা এখন পর্যন্ত ৪০টি কীটনাশক নিষিদ্ধ করেছে, যার মধ্যে সর্বশেষ ছিল ২০২৩ সালে কার্বোফুরান। বিপজ্জনক রাসায়নিক শিল্পের অনিয়ন্ত্রিত বিস্তারকে সুগম করতে বহুজাতিক কর্পোরেশনগুলো অনেক উন্নয়নশীল দেশে নীতি প্রণয়ন এবং কৃষি ব্যবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। এটি কেবল কৃষকদের স্বাস্থ্য এবং জীবিকাকেই বিপন্ন করে না, জীববৈচিত্র্য এবং আমাদের গ্রহের স্থায়িত্বকেও হুমকির মুখে ফেলে। কৃষক, জীববৈচিত্র্য ও পরিবেশকে সংরক্ষণ করতে হলে আন্তর্জাতিক করপোরেশন এবং তাদের অংশীজনকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।

বিশ্বব্যাপী ২০৩৫ সালের মধ্যে ভয়াবহ ক্ষতিকর কীটনাশকের ব্যবহার রুখতে জাতিসংঘের পরিবেশ সংস্থার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষাক্ত রাসায়নিক উৎপাদন ও ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য বহুজাতিক কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনা এবং বিপজ্জনক কীটনাশক নির্মূলে সহযোগিতার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। বিপজ্জনক কীটনাশক নির্মূলে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়, অংশীজন এবং সমর্থকদের সঙ্গে নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

পরাগায়ন সংকট, জীববৈচিত্র্য ও জীবিকার সঙ্গে সম্পর্ক অনুধাবন করে, জীববৈচিত্র্য সংরক্ষণ সনদ পরাগকারীদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারের ওপর অগ্রাধিকার দিয়েছে। ২০০০ সালে পঞ্চম কনফারেন্স অব পার্টিজে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আইপিআই চালু করা হয়। যার লক্ষ্য কৃষি ও সংশ্লিষ্ট পরিবেশে পরাগকারীদের টেকসই ব্যবহারে সহায়তা করা। খাদ্য ও কৃষি সংস্থা এই আন্তর্জাতিক উদ্যোগের সমন্বয়কারী হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন দেশে প্রযুক্তিগত সহায়তা দেয়—যেমন রানি মৌমাছি প্রজনন, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, মধু উৎপাদন ও রপ্তানির জন্য টেকসই সমাধান ইত্যাদি বিষয়ে। 

প্রকৃতিবান্ধব কৃষি পদ্ধতি যেমন এগ্রোইকোলজি, কৃষি-বনায়ন এবং সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা পরাগকারী প্রাণীদের টিকে থাকতে সহায়তা করে, যা শস্য উৎপাদনের স্থিতিশীলতা নিশ্চিত করে এবং খাদ্য ঘাটতি ও পরিবেশগত প্রভাব কমায়।

সাকিউল মিল্লাত মোর্শেদ: প্রধান উপদেষ্টা, নর্থবেঙ্গল হানি কমিউনিটি এন্টারপ্রাইজ ও নির্বাহী পরিচালক, শিসউক

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ র র সহ য ত পর ব শ র জন য স রক ষ

এছাড়াও পড়ুন:

দণ্ডবিধিতে যে সংশোধনী আনতে হবে

আগেকার সময়ে কথা, কাজ, অঙ্গভঙ্গি, সাংকেতিক চিহ্ন, ছবি, কার্টুন কিংবা পত্রিকার ছাপার অক্ষরের মাধ্যমে মানহানি করা যেত। এর প্রতিকার দণ্ডবিধিতে আছে। ডিজিটাল যুগে পদার্পণের পর মানহানি করা বা ভীতি প্রদর্শনের  হাতিয়ার হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাবিধ  ইলেকট্রনিক মাধ্যম ব্যবহৃত হচ্ছে। এগুলো মোকাবিলায় সাইবার নিরাপত্তা-বিষয়ক বিশেষ আইন প্রণীত হয়। দণ্ডবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শর্টকাট রাস্তা তৈরি করে সাধারণ প্রকৃতির অপরাধের শাস্তি দিতেও এই বিশেষ আইন ব্যবহার করায় বাঁশের চেয়ে কঞ্চি শক্ত হয়ে গিয়েছিল। ফলে সাইবার-সংক্রান্ত আইনের কিছু ধারা বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ এবং সিভিল সোসাইটিতে এর  ব্যাপক সমালোচনা হয়। এ কারণে আইসিটি অ্যাক্ট ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, সাইবার সিকিউরিটি আইন ২০২৩ নামে কয়েকবার একই আইনকে নতুনভাবে জারি করতে হয়েছে। কিন্তু প্রতিবারই বিতর্কিত  ধারাগুলো বিলুপ্ত না হয়ে অন্য কায়দায় আইনের অন্যত্র স্থাপিত হয়েছে। ২০১৮ সালের আইনের ৬১ নম্বর ধারার মাধ্যমে ২০০৬ সালের আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ এবং ৬৬ ধারা বাতিল করা হলেও ২০১৮ সালের আইনের ২১, ২৫, ২৯, ৩১, ৩২, ৩৩ ধারা বিতর্কিতই থেকে যায়। একইভাবে ২০২৩ সালের আইন জারি করে ২০১৮ সালের আইন বাতিল করা হয়। কিন্তু এ আইনের  ২১, ২৫, ৩১ ধারা পূর্বের বিলুপ্ত আইনের নতুন সংস্করণ বলে দাবি করলে অত্যুক্তি হবে না। এই পরিপ্রেক্ষিত বিবেচনা করে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ জারি করেছে। এখন এ আইনে ১৭ থেকে ৩০ ধারা পর্যন্ত হ্যাকিং, সাইবার সন্ত্রাস, পর্নোগ্রাফি, শিশু পর্নোগ্রাফি, সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি বা প্রতারণা, ইত্যাদি অপরাধের শাস্তির ব্যবস্থা রাখা হলেও বিলুপ্ত পূর্ববর্তী আইনের বিতর্কিত ধারাগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।  

ফলে সাইবার স্পেস ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত ফেক ভিডিও এবং মিথ্যা কনটেন্ট দিয়ে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানি করা, সুনাম নষ্ট করা বা সামাজিক শান্তি বিনষ্ট করার অপরাধের বিচার হবে এখন দণ্ডবিধির ৪৯৯ ধারা থেকে ৫০৯ ধারার আলোকে। প্রশ্ন উঠতে পারে, তবে কি ‘যে লাউ সে-ই কদু’ই থেকে গেল না? এর উত্তর, অপরাধজনক কাজ হলে সভ্য সমাজ তাকে বাহবা দিতে পারে না।
অন্যদিকে সৎ উদ্দেশ্যে কৃত কাজের সুরক্ষা পাওয়া দরকার। এই বিবেচনায় দণ্ডবিধি অনেক বেশি বাস্তবতানির্ভর আইন। দণ্ডবিধির মানহানি-সংক্রান্ত ধারায় ৯টি ব্যতিক্রমের ফিরিস্তি ও উদাহরণ দিয়ে বলা হয়েছে, কোনটি মানহানি এবং কোনটি মানহানি নয়। আবার অপরাধজনক ভীতি প্রদর্শন বা সামাজিক শান্তি বিনষ্ট-সংক্রান্ত ধারাগুলোতে একইভাবে ব্যতিক্রম উল্লেখ করে এবং উদাহরণ দিয়ে অপরাধের সীমারেখা টানা হয়েছে। এসব সঠিকভাবে বিবেচিত হলে  সমাজের উপকারের জন্য সমালোচনাকে ক্ষুদ্র স্বার্থে শাস্তির আওতায় আনা সম্ভব নয়। 

দণ্ডবিধি প্রণয়নের যুগে ইলেকট্রনিক কমিউনিকেশন দেখার সুযোগ ছিল না। তাই সে আইনে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমের উল্লেখ থাকার সুযোগ ছিল না। এখন অন্য কোনো আইনের মাধ্যমে ইতোমধ্যে হস্তক্ষেপ করা না হয়ে থাকলে দণ্ডবিধির  ৪৯৯-৫০৯ ধারার যেখানে প্রযোজ্য সেখানে সংশোধনী এনে বলতে হবে, ইলেকট্রনিক মাধ্যমে অডিও, ভিডিও বা ডিজিটাল রেকর্ড সৃষ্টি করে অপরাধজনক কনটেন্ট ব্যবহৃত হলে সেটাও অপরাধের সংগঠক হিসেবে বিবেচিত হবে। এতে বিষয়টি সম্পর্কে আর কোনো অস্পষ্টতা থাকবে না। 

গাজী মিজানুর রহমান: সাবেক অতিরিক্ত সচিব 

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষমতার পরিবর্তনে প্রবাসীর বাড়ির দখলদার বদল
  • দণ্ডবিধিতে যে সংশোধনী আনতে হবে
  • ৮ রানের জন্য যে রেকর্ড ছুঁতে পারেননি নাজমুল
  • সাবেক তিন সিইসিসহ ২৪ জনকে আসামি করে বিএনপির মামলার আবেদন
  • বিতর্কিত ৩ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ, থানায় মামলা
  • সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা মোস্তাফা গ্রেপ্তার