রদ্রিগোকে চায় প্রিমিয়ার লিগের চার ক্লাব
Published: 20th, May 2025 GMT
গত মৌসুমেও রদ্রিগো গোয়েসের নামের পাশে ‘নট ফর সেল’ লিখে রেখেছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুম শেষ হওয়ার আগেই ওই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এক পা সান্তিয়াগো বার্নাব্যুর বাইরে চলে গেছে।
গত মৌসুমে তাকে দলে নিতে লিভারপুল আগ্রহ প্রকাশ করেছিল। ম্যানসিটি তার জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে রাজি ছিল। সিটিজেনরা এবার ওই লড়াইয়ে শক্তভাবে না থাকলেও লিভারপুল নিয়মিতই তার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে।
ব্রাজিলিয়ান নাম্বার টেনকে দলে নেওয়ার লড়াইয়ে আছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। সংবাদ মাধ্যম গোল দাবি করেছে, রদ্রিগোকে কেনার লড়াইয়ে নতুন সংযোজন চেলসি।
আগামী গ্রীষ্মের দলবদলের দরজা খুললে লস ব্লাঙ্কোসদের সঙ্গে রদ্রিগোকে কেনার বিষয়ে আনুষ্ঠানিক কথা বলতে চায় চেলসি। একইরকম পরিকল্পনা লিভারপুল ও আর্সেনালের। সংবাদ মাধ্যমের মতে, এরই মধ্যে রদ্রিগোর এজেন্টের সঙ্গে লিভারপুল, চেলসি বোর্ড কথা বলেছে।
রদ্রিগো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। তবে কিলিয়ান এমবাপ্পে ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ায় গুরুত্ব হারিয়েছেন তিনি। জুড বেলিংহামও কেড়েছেন আলো। পছন্দের পজিশনে খেলতে পারেননি। যে কারণে তিনি সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে চান।
ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদ শিবিরে জাবি আলোনসোর আনুষ্ঠানিক যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। আলোনসোর সঙ্গে শেষবার কথা বলতে চান তিনি। যদিও সংবাদ মাধ্যমের মতে, আলোনসোর কৌশলে অতটা ফিট নন রদ্রিগো। কারণ রিয়ালের এই নতুন কোচ দুই ফরোয়ার্ড নিয়ে খেলাতে পছন্দ করেন। এমবাপ্পে ও ভিনিসিয়াস হতে যাচ্ছেন ওই দুই ফরোয়ার্ড।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল
এছাড়াও পড়ুন:
‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
অন্তবর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সারাদেশ এখন জাতীয় ঐক্য গড়ে তোলার অপেক্ষায় রয়েছে।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিবিদ্যালয়ে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এর আগে, অদম্য ২৪ উদ্বোধন করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত জুলাইয়ের ভিডিও ও ফটো ডকুমেন্টারি উপভোগ করেন।
আরো পড়ুন:
জবির পরিত্যক্ত ডাস্টবিনগুলো সংস্কার করল ছাত্রদল
রাকসু থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে যারা
আদিলুর রহমান খান বলেন, “১ বছর আগে বাংলাদেশে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই পারে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে। বিচার প্রশ্নে বলতে চাই কোনো অবস্থাতেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার বিচারের ক্ষেত্রে দুর্বলতা স্কোপ রাখবে না। খুব দ্রুতই বেশ কয়েকটি বিচারের কাজ দৃশ্যমান হবে।”
তিনি আরো বলেন, “তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। ছাত্র-জনতার মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে।” এছাড়া স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন।
সমাপনী বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “সংঘবদ্ধ আন্দোলনে ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এর মানে এই নয় যে, অন্য যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর স্বর আপনারা শুনবেন না। আপনারা দেখবেন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সচেতন এবং কথা বলার ব্যাপারে উন্মুক্ত।”
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে আবার স্মরণ করিয়ে দিলাম, আমরা যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি, পরাজয়ের কালো মেঘ দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য সংগ্রামীরা আবারো তাদের সেই কার্যক্রম শুরু করবে। গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আবার বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ -উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ জাহাঙ্গীরনগরের সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।
ঢাকা/আহসান/মেহেদী