সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার (২৮ মে) রায় দেবেন হাইকোর্ট।

সোমবার (২৬ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা।

আরো পড়ুন:

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে: তারেক রহমান

খালেদা-তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা
দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলার আবেদন

গত ১৪ মে জুবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।১৩ মে তাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।

ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

২০০৮ সালে তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০২৩ সালের গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

ঢাকা/এম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত র ক রহম ন ত র ক রহম ন রহম ন র

এছাড়াও পড়ুন:

ইয়ামালের দর হাঁকাল বার্সা, তরুণ প্রতিভার মূল্য কত?

মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার আক্রমণভাগের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। এমন প্রতিভাবান ফুটবলারকে হারানোর ঝুঁকি নিতে চায়নি কাতালান ক্লাবটি। তাই আগেভাগেই ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।

ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর দেকোর উপস্থিতিতে সম্পন্ন হওয়া এ চুক্তির রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৮৫১ কোটি টাকা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, নতুন চুক্তিতে ইয়ামালের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ছে। সঙ্গে থাকছে পারফরম্যান্স বোনাসও।

মাত্র ৭ বছর বয়সে বার্সা একাডেমিতে যোগ দিয়েছিলেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সেই মূল দলে অভিষেক ঘটে তার। আর ২০২৪-২৫ মৌসুমে রাফিনিয়া ও লেভান্ডোভস্কিকে নিয়ে গড়ে তোলেন বিধ্বংসী আক্রমণত্রয়ী। এ মৌসুমে বার্সাকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে রেখেছেন বড় অবদান। ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও করিয়েছেন ২৫টি।

ফুটবল মাঠে সবকিছুতেই নজর কেড়েছেন ইয়ামাল। লা লিগায় সবচেয়ে বেশি ১৬১টি সফল ড্রিবল ও ৫৬টি বড় সুযোগ তৈরি করেছেন এই তরুণ। অনেকেই তাকে আসন্ন ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হিসেবেও ভাবছেন।

বর্তমানে ১৭ বছর বয়স হলেও আগামী ১৩ জুলাই প্রাপ্তবয়স্ক হবেন ইয়ামাল। সে কারণেই ২০২৩ সালে বার্সা তার সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি করেছিল। এবার বয়স ১৮ হতে না হতেই আরও দীর্ঘ মেয়াদি চুক্তি করে নিলো কাতালানরা।

শোনা যাচ্ছে, পরবর্তী মৌসুমে বার্সার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিও উঠতে পারে ইয়ামালের গায়ে। এখন শুধু সময়ের অপেক্ষা—এই বিস্ময়বালক কতটা উঁচুতে পৌঁছান।

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর
  • তারেক রহমান সব মামলায় খালাস পাওয়ায় ‘সন্তুষ্ট’ ইউট্যাব
  • ইয়ামালের দর হাঁকাল বার্সা, তরুণ প্রতিভার মূল্য কত?
  • দুদকের মামলায় সাজা থেকে খালাস তারেক রহমান ও জোবাইদা
  • সাজা থেকে খালাস তারেক রহমান ও জোবাইদা, মামলা বাতিল
  • জুবাইদার সাজা বাতিল, সব মামলায় খালাস তারেক রহমান
  • দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস
  • সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিলের রায় আজ
  • জুবাইদা রহমানের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় বুধবার