টাকা দিয়ে কেউ ভোট চাইলে তা মুখের ওপর ছুড়ে ফেলবেন: সারজিস আলম
Published: 27th, May 2025 GMT
নির্বাচনের আগে কেউ পকেটে ৫০০ বা ১ হাজার টাকা গুঁজে দিয়ে ভোট চাইলে তা মুখের ওপর ছুড়ে ফেলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে দলটির এক পথসভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন, নির্বাচনের আগে যে আপনার পকেটে ৫০০-১ হাজার টাকা দিয়ে ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে পাঁচ বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। সে পাঁচ বছরে আপনার সবচেয়ে বড় নাগরিক অধিকার ভোটাধিকারকে কেড়ে নিতে চায়। ওই টাকা তার মুখের ওপর ছুড়ে ফেলবেন। না হলে পরের পাঁচ বছর বিভিন্ন প্রয়োজনে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা লুট করে নেবে। আপনার তখন আর বলার মুখ থাকবে না। নতুন বাংলাদেশে আমরা এই পরিবর্তনগুলো চাই।’
দিনাজপুরের ছয় উপজেলায় এনসিপির পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঘোড়াঘাট উপজেলায় এ পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক আবদুল মান্নান সরকার।
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন। তিন বছরের শিশু, ছয় বছরের জাবির তাদের জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে, তাদের অর্ধেকের বেশি ১৮ বছরের নিচে।’
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘খারাপকে যদি খারাপ বলার সৎ সাহস দেখাতে না পারেন, তাহলে মানুষটা প্রশ্রয় পেয়ে যাবে। আর প্রশ্রয় পেতে পেতে সবশেষে কী হয়, সেটা আমরা হাসিনার থেকে দেখেছি। কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেওয়া যাবে না। আপনাদের কাছে আমাদের জায়গা থেকে এই অনুরোধটুকু জানাই।’
এই পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ, ইমামুর রশিদ, আল মেহরাজ শাহরিয়ার প্রমুখ। পথসভা শেষে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করেন তাঁরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প র জ বন দ উপজ ল আপন র বছর র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫