ঢাকার ধামরাইয়ে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে তিন সন্তানের জন্ম দেন তিনি।

ওই তিন কন্যাসন্তানের মায়ের নাম মৌসুমি বেগম (২০)। তিনি ধামরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাকুড়িয়া পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামী রবিউল ইসলাম (২২) পেশায় ভ্যানচালক। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহমেদুল হক তিতাস বলেন, ‘‘প্রসববেদনা নিয়ে মৌসুমি বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর সাড়ে ১২টায় স্বাভাবিক প্রসবে তিন কন্যাসন্তানের জন্ম দেন তিনি।’’

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে রাস্তার পাশে পাওয়া গেল নবজাতক, হাসপাতালে ভর্তি

ছেলে সন্তানের জন্ম দিল ‘ধর্ষণের শিকার’ কিশোরী

নবজাতকদের বাবা রবিউল ইসলাম বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে তিন কন্যাসন্তানের বাবা হতে পেরেছি। আমি ও আমার স্ত্রী অত্যন্ত আনন্দিত। সবার কাছে দোয়া চাই।’’

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী বলেন, ‘‘ভূমিষ্ঠ হওয়া তিন নবজাতকসহ ওই নারী সুস্থ আছেন। তবে, নবজাতকদের মধ্যে দুই জনের ওজন এক কেজির কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য এনআইসিইউতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/সাব্বির/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল

এছাড়াও পড়ুন:

পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • সব সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা
  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
  • পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়