ছেলে-মেয়েরা ৫ম শেণি পাশ করলেই তাদের ছাত্র শিবির ও ছাত্রী সংস্থায় ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‍“ছাত্র শিবির আর ছাত্রী সংস্থা বাংলাদেশর ছাত্র-ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা। আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন, সেই ছেলে নেশাখোর হবে না, অন্যের মেয়ের ওড়না টেনে ধরবে না; আপনি নিশ্চিত হতে পারেন, শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না।” 

শনিবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শাহবাগে সমাবেশে যোগ দিলেন কারামুক্ত আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামী ভয়ংকর জুলুমের শিকার হয়েছিল: সংবাদ সম্মেলনে আমির

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‍“বাংলাদেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ আগামীতে যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জামায়াত রাজা হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হব দেশের মানুষের সেবক। জামায়াত যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে কোনো চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই নেই।”

তিনি বলেন, “অন্তরর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে। সরকাররে ভেতরে-বাইরে ফ্যাসিবাদী দোসর যারা এখনো আছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।” 

জামায়াতের এই নেতা বলেন, ‍“আমরা জানি, ফ্যাসিবাদী দোসরদের অনেকই আরেকটি দলের ঘাড়ে সোয়ার হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা প্রশাসন জানে, সরকার জানে। আমরা বলব, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করুন।”

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‍“বাংলাদেকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। দেশকে নতুন করে ঢেলে সাজানোর পর প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার, এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই সব শ্রেণি পেশার মানুষ, দলমত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকারের নায়িকা, প্রধান নায়িকা শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।”

গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম সরক র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ