নেচার ইনডেক্সের গবেষণায় সেরা দশে বেরোবি
Published: 31st, May 2025 GMT
বিশ্বখ্যাত নেচার ইনডেক্সে ২০২৫ প্রকাশিত তালিকায় বাংলাদেশের শীর্ষ ১০ গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
বৈশ্বিক গবেষণার মানদণ্ডে উচ্চ মানের গবেষণা প্রকাশের ভিত্তিতে প্রণীত এই সূচকে আইসিডিডিআরবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো অভিজাত প্রতিষ্ঠানগুলোর পাশে উঠে এসেছে বেরোবির নাম।
এটি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং দেশের উত্তরাঞ্চলের জন্য এক অনন্য গর্বের বিষয়।
আরো পড়ুন:
দিনাজপুরে মাঝারি তাপপ্রবাহ
বেরোবিতে মামলা থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ায় বিক্ষোভ
সম্প্রতি প্রকাশিত নেচার ইনডেক্সের এ সূচকে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেরোবি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। এই স্বীকৃতি নতুন প্রজন্মকে গবেষণামুখী ও উদ্ভাবনী ভাবনার দিকে উৎসাহিত করবে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
তিনি বলেন, “এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটি বিষয়। আমি আশা ও বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে আরো সুন্দরভাবে তুলে ধরবে এবং নিজেদের যোগ্যতার জানান দেবে। এ লক্ষ্যে আমি ইতোপূর্বে বিনামূল্যে আইএলটিএস টেস্ট, ইংলিশ কোর্স এবং গবেষণায় জোর দিয়েছি।”
নেচার ইনডেক্স হলো এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা বিশ্বের খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নালগুলোতে প্রকাশিত গবেষণা প্রবন্ধ বিশ্লেষণ করে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোর র্যাংকিং নির্ধারণ করে।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন চ র ইনড ক স প রক শ
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত