নেশা তাঁর লটারির টিকিট কেনা—যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক বাসিন্দা নিজের ভাগ্য যাচাই করতে একের পর এক লটারির টিকিট কেনেন। আর এ কাজ করেই তিনি তৃতীয়বারের মতো জিতে গেছেন ছয় অঙ্কের পুরস্কার।
সর্বশেষ লটারি জয়ের পর ওই ব্যক্তি মেরিল্যান্ড লটারি কর্তৃপক্ষকে বলেন, স্ত্রীর কাছ থেকে ১০ ডলার ধার নিয়ে এবারের লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।
স্বামীর লটারির টিকিট কেনার নেশার কথা খুব ভালোভাবেই অবগত আছেন তাঁর স্ত্রী। তাই তিনি শুরুতে টাকা দিতে চাননি। কিন্তু ওই ব্যক্তি স্ত্রীকে বুঝিয়ে তাঁর কাছ থেকে ১০ ডলার ধার নেন।
কী বলে স্ত্রীকে বুঝিয়েছিলেন এমন প্রশ্ন করা হলে ওই ব্যক্তি হাসতে হাসতে বলেন, ‘আমি তাঁকে বলেছিলাম, তুমি তো জানো, আমি যা–ই জিতব সেটা তোমার সঙ্গে ভাগ করে নেব।’
ওই ব্যক্তি এর আগে ২০২২ সালে মেরিল্যান্ড লটারি থেকে টিকিট কিনে ২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার জিতেছিলেন। এরও কয়েক বছর আগে তিনি লটারি থেকে এক লাখ ডলার জিতেছিলেন।
ওই ব্যক্তি বলেছেন, তিনি থামবেন না, লটারির টিকিট কেনা চালিয়ে যাবেন। এবার তাঁর লক্ষ্য আরও বড় পুরস্কার জেতা। এ নিয়ে তিনি বলেন, ‘আমি এখন ১০ লাখ বা ২০ লাখ ডলার পুরস্কার জিততে চাই। একবার ওই পুরস্কার জিতে গেলে তবে আমি ক্ষান্ত দেব।’
এবার জেতা পুরস্কারের অর্থ কীভাবে খরচ করবেন সে পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। ওই ব্যক্তি বলেন, এবারের অর্থ দিয়ে তিনি রান্নাঘরে নতুন কেবিনেট স্থাপন করবেন, পুরো বাড়ির জানালা পরিবর্তন করে নতুন জানালা লাগাবেন এবং নাতি-নাতনিদের কলেজে পড়ার খরচ জোগাবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র জ ত
এছাড়াও পড়ুন:
৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়।
ঢাকা/আসাদ/সাইফ