সাইকেলে এলেন ব্রুকরা, ক্যারিবীয়রা যানজটে পড়ায় টসে বিলম্ব
Published: 3rd, June 2025 GMT
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ঘটেছে এক অবাক ঘটনা। ইংল্যান্ডের দ্য ওভাল গ্রাউন্ডে আসার সময় যানজটে পড়েন দুই দলের ক্রিকেটাররা।
নির্ধারিত সময়ে এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের আগে মাঠে আসার তাড়না থেকে টিম বাস ছেড়ে সাইকেলে চেপে বসেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তারা সময় মতো মাঠে পৌঁছেও যান।
কিন্তু ভয়াবহ যানজটে পড়ে মাঠে আসতে ৪০ মিনিট দেরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এরপর হওয়া টসে জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড।
ই-বাইকে (ইলেকট্রিক সাইকেল) করে মাঠে আসার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সেখানে দলটির অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘বাসের মধ্যেই কিছুক্ষণ বসেছিলাম। এরপর ভাবলাম সাইকেলেই রওনা হয়ে যাওয়া যাক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের চেয়ে একটু আগেই আমরা মাঠে পৌঁছাতে পেরেছি। এখন খেলা শুরুর অপেক্ষায়।’
ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শেই হোপ মজা করে বলেছেন, ‘মনে হচ্ছিল, হেঁটে চলে যাই।’ কোন দল নির্ধারিত সময়ে মাঠে আসতে দেরি করলে নিয়ম অনুযায়ী, মাঠে উপস্থিত দলকে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু ইসিবি তেমন কিছু চিন্তাই করেনি।
ওয়েস্ট ইন্ডিজ দল যানজটে পড়ায় ইসিবি এক বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, সফরকারীরা মাঠে যখনই পৌঁছাবে খেলা শুরু হবে এরপর, ‘যানজটে একটা দল নির্ধারিত সময়ে মাঠে আসতে না পারায় নির্ধারিত সময়ে খেলা শুরুয় বিলম্ব হবে। খেলায় অংশ নেওয়া দুই দল মাঠে আসলেই শুরু হবে ম্যাচ।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ধ র ত সময় য নজট
এছাড়াও পড়ুন:
বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।
কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।
নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।
জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’
কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’