সাইকেলে এলেন ব্রুকরা, ক্যারিবীয়রা যানজটে পড়ায় টসে বিলম্ব
Published: 3rd, June 2025 GMT
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ঘটেছে এক অবাক ঘটনা। ইংল্যান্ডের দ্য ওভাল গ্রাউন্ডে আসার সময় যানজটে পড়েন দুই দলের ক্রিকেটাররা।
নির্ধারিত সময়ে এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের আগে মাঠে আসার তাড়না থেকে টিম বাস ছেড়ে সাইকেলে চেপে বসেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তারা সময় মতো মাঠে পৌঁছেও যান।
কিন্তু ভয়াবহ যানজটে পড়ে মাঠে আসতে ৪০ মিনিট দেরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এরপর হওয়া টসে জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড।
ই-বাইকে (ইলেকট্রিক সাইকেল) করে মাঠে আসার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সেখানে দলটির অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘বাসের মধ্যেই কিছুক্ষণ বসেছিলাম। এরপর ভাবলাম সাইকেলেই রওনা হয়ে যাওয়া যাক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের চেয়ে একটু আগেই আমরা মাঠে পৌঁছাতে পেরেছি। এখন খেলা শুরুর অপেক্ষায়।’
ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শেই হোপ মজা করে বলেছেন, ‘মনে হচ্ছিল, হেঁটে চলে যাই।’ কোন দল নির্ধারিত সময়ে মাঠে আসতে দেরি করলে নিয়ম অনুযায়ী, মাঠে উপস্থিত দলকে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু ইসিবি তেমন কিছু চিন্তাই করেনি।
ওয়েস্ট ইন্ডিজ দল যানজটে পড়ায় ইসিবি এক বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, সফরকারীরা মাঠে যখনই পৌঁছাবে খেলা শুরু হবে এরপর, ‘যানজটে একটা দল নির্ধারিত সময়ে মাঠে আসতে না পারায় নির্ধারিত সময়ে খেলা শুরুয় বিলম্ব হবে। খেলায় অংশ নেওয়া দুই দল মাঠে আসলেই শুরু হবে ম্যাচ।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ধ র ত সময় য নজট
এছাড়াও পড়ুন:
লাইভ কনসার্টে পোশাক বিড়ম্বনায় জেনিফার লোপেজ (ভিডিও)
বাহারি আলোয় ঝলমল করছে মঞ্চে। সবার কাঙ্ক্ষিত মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ পারফর্ম করছেন। তার পরনে সোনালি রঙের সিকুইন বিকিন টপ আর স্কার্ট। তার সঙ্গে রয়েছে পুরো টিম। হাঁটতে হাঁটতে কথা বলছেন ৫৬ বছরের জেনিফার। আকস্মিকভাবে জেনিফার লোপেজের পরনের স্কার্ট খুলে মঞ্চে পড়ে যায়।
স্কার্ট খুলে পড়ায় কয়েক মুহূর্তের জন্য অপ্রস্তুত হলেও তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নেন জেনিফার লোপেজ। মঞ্চে থাকা তার এক সঙ্গী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। সাবলীলভাবে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেন এই গায়িকা। এরপর হাসতে হাসতে তিনি বলেন—“আমি আনন্দিত আজ অন্তর্বাস পরেছি, সাধারণত অন্তর্বাস পরি না।”
যে ব্যক্তি স্কার্টটি পুনরায় পরিয়ে দেন, তাকে উদ্দেশ্যে করে জেনিফার লোপেজ বলেন, “আপনি এটা রাখতে পারেন। আমি এটা ফেরত চাই না।”
আরো পড়ুন:
হাল্ক হোগান মারা গেছেন
প্রভাবশালী রক তারকা ওজি ওসবার্ন মারা গেছেন
এরপর জেনিফার লোপেজ বলেন, “আপনাদের সঙ্গে সত্যি কথা বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। জানি না আপনার কেমন হয়। কখনো কখনো এটি আমার ভালো লাগে। অন্য দিনে আমি খানিকটা রোমান্টিক অনুভব করি। সম্ভবত গ্রীষ্মকালে বাইরে গরম থাকার কারণে আমি আজ একটু বেশি দুষ্টু বোধ করি।”
এ মুহূর্তের একাধিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন অন্তর্জালে ভাইরাল। ২৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে সাড়ে ১১ মিলিয়ন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে শহরে এ গায়িকার লাইভ কনসার্ট ছিল। সেখানে পোশাক বিড়ম্বনায় পড়েন এই শিল্পী।
ঢাকা/শান্ত