নারীর ক্ষমতায়নে ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে একটি অংশীদারিত্ব করেছে প্রাইম ব্যাংক পিএলসি। মঙ্গলবার গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের ‘নীরা’ সেগমেন্টের গ্রাহকদের ডিএক্সএনই-এর দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ প্রদান দেওয়া হবে। 

এই অংশীদারিত্ব নারীদের চলাচলে স্বাধীনতা ও আত্মনির্ভরতা অর্জনে সহায়তা করবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিজের গন্তব্যে পৌঁছাতে নারীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে প্রাইম ব্যাংক একটি স্বাধীন ও সুযোগ নির্ভর সমাজ গড়তে চায়। 

এই উদ্যোগের অংশ হিসেবে ‘নীরা’ গ্রাহকরা সহজ শর্তে প্রাইম ব্যাংক থেকে পার্সোনাল লোনের নেওয়ার সুযোগও পাবেন, যা ব্যবহার করে তারা ব্যক্তিগত ও আর্থিক প্রয়োজন পূরণ করতে পারবেন। 

প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো.

নজীম এ. চৌধুরী এবং ডিএক্স গ্রুপের ফাউন্ডার ও সিইও দেওয়ান কানন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সল; হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং ডিএক্সএনই-এর গ্রুপ সিবিও ও সিএমও তারেক ইসলাম শুভ, হেড অব বিজনেস মো. হারুন-অর-রশিদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্ব কার্যকর এবং উদ্দেশ্যনির্ভর উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এক স

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপি নেতা রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

এর আগে সকালে আড়াই হাজার উপজেলায় জাহাঙ্গীর ভূইয়া খুন হন। নিহতের ছেলে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রী মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি দু‌টি দোকানের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকানে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন, সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। 

তিনি আরো জানান, আজ বুধবার (৩০ জুলাই) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর ভূইয়া ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রেন। এ সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতণ্ডা হয়। এক পর্যা‌য়ে তার বাবাকে তোতা মেম্বার চড় দেন। এ খবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়ের ভেত‌রে এলোপাতা‌ড়ি মারধর ক‌রেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ