বৃষ্টির কারণে যানজটে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ দলকে বহনকারী বাস। এ কারণে গতকাল তৃতীয় ওয়ানডে সামনে রেখে ওভালে সময়মতো পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। তবে অসুবিধা হয়নি।

কারণ, বৃষ্টি নামায় খেলা এমনিতেই ৩০ মিনিট দেরিতে শুরু হয়। যদিও ইংল্যান্ড দল উপস্থিত বুদ্ধিমত্তার প্রয়োগে ‘লাইম বাইক’ (ইলেকট্রনিক বাইক) চেপে আগেই পৌঁছে যায় ওভালে। ওয়েস্ট ইন্ডিজ দল পৌঁছেছে ১০ মিনিট দেরিতে। কাল রাতে দুই দলের মাঠের পারফরম্যান্সেও যেন এর ছাপ থাকল।

আরও পড়ুনসরে দাঁড়াচ্ছেন নিউজিল্যান্ডের সফলতম কোচ স্টিড১ ঘণ্টা আগে

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ১৫ ওভারে ক্যারিবীয়দের স্কোর ৩ উইকেটে ৮৩ থাকতে হানা দেয় বৃষ্টি এবং তারপর ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪০ ওভারে। শেরফান রাদারফোর্ডের ৭১ বলে ৭০, গুড়াকেশ মোতির ৫৪ বলে ৬৩ ও আলজারি জোসেফের ২৯ বলে ৪১ রানে ওয়েস্ট ইন্ডিজ ২৫১/৯ রান তোলে। ইংল্যান্ড এই স্কোর তাড়া করেছে ৬২ বল আর ৭ উইকেটের জয়ে। অর্থাৎ লাইম বাইকে করে দ্রুত স্টেডিয়ামে পৌঁছানোর ঢঙেই ব্যাটিং করেছে ইংল্যান্ড দল।

জয়ের পর ক্যারিবিয়ান বোলার সিলসের সঙ্গে হাত মেলান ইংল্যান্ডের বাটলার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ