বৃষ্টির কারণে যানজটে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ দলকে বহনকারী বাস। এ কারণে গতকাল তৃতীয় ওয়ানডে সামনে রেখে ওভালে সময়মতো পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। তবে অসুবিধা হয়নি।

কারণ, বৃষ্টি নামায় খেলা এমনিতেই ৩০ মিনিট দেরিতে শুরু হয়। যদিও ইংল্যান্ড দল উপস্থিত বুদ্ধিমত্তার প্রয়োগে ‘লাইম বাইক’ (ইলেকট্রনিক বাইক) চেপে আগেই পৌঁছে যায় ওভালে। ওয়েস্ট ইন্ডিজ দল পৌঁছেছে ১০ মিনিট দেরিতে। কাল রাতে দুই দলের মাঠের পারফরম্যান্সেও যেন এর ছাপ থাকল।

আরও পড়ুনসরে দাঁড়াচ্ছেন নিউজিল্যান্ডের সফলতম কোচ স্টিড১ ঘণ্টা আগে

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ১৫ ওভারে ক্যারিবীয়দের স্কোর ৩ উইকেটে ৮৩ থাকতে হানা দেয় বৃষ্টি এবং তারপর ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪০ ওভারে। শেরফান রাদারফোর্ডের ৭১ বলে ৭০, গুড়াকেশ মোতির ৫৪ বলে ৬৩ ও আলজারি জোসেফের ২৯ বলে ৪১ রানে ওয়েস্ট ইন্ডিজ ২৫১/৯ রান তোলে। ইংল্যান্ড এই স্কোর তাড়া করেছে ৬২ বল আর ৭ উইকেটের জয়ে। অর্থাৎ লাইম বাইকে করে দ্রুত স্টেডিয়ামে পৌঁছানোর ঢঙেই ব্যাটিং করেছে ইংল্যান্ড দল।

জয়ের পর ক্যারিবিয়ান বোলার সিলসের সঙ্গে হাত মেলান ইংল্যান্ডের বাটলার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড।

শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল নিউজিল্যান্ড। ওয়ানডেতে এ নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ধবলধোলাই করল কিউইরা। প্রথম ধবলধোলাই করেছিল ১৯৮৪ সালে।

হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে মাত্র ৮৪ রান করেছেন। পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।

তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেয়েছিল। ১২.৫ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে কনওয়ে ৩৪ রানে রানআউট হলে জুটিটি ভাঙে। রবীন্দ্রর শট বোলার জেমি ওভারটনের হাতে লেগে নন স্ট্রাইকের স্টাম্পে লাগে। তখন কনওয়ে ছিলেন ক্রিজের বাইরে। একইভাবে আউট হয়েছেন টম ল্যাথামও। দুটি রানআউট এবং ওভারটন ও স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একটা সময়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

আরও পড়ুনরেকর্ড গড়া বাবরের রান পাকিস্তানের জয়ে কাজে লাগে না—কথাটি কতটুকু সত্য৩ ঘণ্টা আগে

নিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্যারিল মিচেল আউট হলে ম্যাচ ইংল্যান্ডের দিকেই হেলে পড়ে। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পায়। ২টি করে উইকেট নেন ওভারটন ও কারেন।

শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে

সম্পর্কিত নিবন্ধ

  • নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও
  • ধবলধোলাই হয়ে লিটন বললেন, ‘একটা বিরতি দরকার’
  • আবারও ব্যাটিং–ব্যর্থতা, ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই বাংলাদেশ