আবারও ব্যাটিং–ব্যর্থতা, ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই বাংলাদেশ
Published: 31st, October 2025 GMT
https://www.prothomalo.com/sports/cricket/16yixcxgl0‘এত কিছু করেও সেই তো দেড় শ!’
হতাশাটা শোনা যাচ্ছিল বাংলাদেশ ব্যাট করার পর থেকেই। আগের ম্যাচে দেড় শ রান তাড়া করে জেতা যায়নি। আজ আগে ব্যাট করেও ১৫১ রানে থেমে যাওয়ার পরই আঁচ করা যাচ্ছিল পরিণতি। একের পর এক ক্যাচ মিস আর বাজে বোলিংয়ে পর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে।
আর তাতে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের সব কটিতেই ভরে ওঠা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারি থেকে দর্শকদের বাড়ি ফিরতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হওয়ার জ্বালা নিয়ে। গত বছর ডিসেম্বরে ঘরের মাঠে লিটনদের কাছে ধবলধোলাই হওয়ার স্বাদটাই যেন এবার বাংলাদেশকে ফিরিয়ে দিল ক্যারিবীয়রা। দেশের বাইরে এই প্রথম ৩–০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের জন্য ব্যাটিংয়ের শুরুটা ছিল আশাজাগানিয়া। সেটা অবশ্য বলতে গেলে প্রায় এককভাবে ওপেনার তানজিদ হাসানের সৌজন্যে। ছক্কা মারার সামর্থ্য এই ওপেনার প্রমাণ করেছেন আগেই। আজ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের কাছ থেকে দুবার নতুন জীবন পাওয়া তানজিদ আবারও দেখালেন তাঁর সামর্থ্য।
ইনিংসের অষ্টম ওভার আর দলের ৪৪ রানের মধ্যে পারভেজ হোসেন ও লিটন দাস ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে সাইফ হাসানের সঙ্গে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়েন তানজিদ। হাফ সেঞ্চুরি পান ৩৬ বল খেলেই। তাওহিদ হৃদয়কে পেরিয়ে হন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম এক হাজার রান করা ব্যাটসম্যানও।
তানজিদ প্রায় একা হাতেই টেনেছেন বাংলাদেশের ইনিংস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধবলধোলাই হয়ে লিটন বললেন, ‘একটা বিরতি দরকার’
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তখন সব ক্রিকেটারই হাঁটা ধরেছেন ড্রেসিংরুমের দিকে। অধিনায়ক লিটন দাসের ব্যস্ততা তখনো শেষ হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার ক্লান্তি নিয়েই তাঁকে সংবাদ সম্মেলনে আসতে হয়েছে সেটির ব্যাখ্যা দিতে।
সিরিজজুড়েই বাংলাদেশ ব্যর্থ ছিল ব্যাটিংয়ে। আগের ম্যাচে ১৫০ রান তাড়া করে জিততে পারেনি তারা, কাল হেরেছে আগে ব্যাটিংয়ে নেমে ১৫১ রান করে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়েই লিটন টেনে আনেন ক্লান্তির কথা। এরপর জানান, একটা বিরতি খেলোয়াড়দের চাঙা করতে পারে নতুন করে।
লিটন বলেন, ‘এখানকার খেলোয়াড়েরা নিজেদের প্রমাণ করেছে। তারা জাতীয় দলে অনেক দিন ধরে খেলছে। একটা সিরিজ বাজে যেতে পারে। তবে যেই খেলোয়াড়েরা খেলেছে, সবাই নিজেদের প্রমাণ করেছে। দুয়েকজন সব সময় ভালো করে। আমার মনে হয় বিরতিটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা একটু ক্লান্ত আছে। বিরতির পরে আবার তারা চাঙা হয়ে আসবে এবং ভালো মতোই খেলবে।’
গত মাসের শুরুতে এশিয়া কাপের আগে মাসখানেকের ক্যাম্প করে বাংলাদেশ। এরপর এশিয়া কাপ খেলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে না ফিরেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে। আমিরাতে দেড় মাসের লম্বা সফর শেষে দেশে ফেরার তিন দিনের মধ্যেই ক্রিকেটাররা নামেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সেই ক্লান্তির কথা তুলে ধরে লিটন বলেন, ‘অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেলে এবং অবসাদ চলে আসে। আপনি অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য, কিন্তু অনুকূলে থাকে না কোনো কোনো সময়। এই একটা সিরিজ তেমন হতে পারে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছে সবাই।’
 হঠাৎ বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল তারিক কাজীর
হঠাৎ বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল তারিক কাজীর