সুইমিংপুলে সাঁতার কাটতে এসে যদি দেখেন, সেখানে মনের সুখে সাঁতার কাটছে একটি কুমির কিংবা পুলের পাড়ে শুয়ে চোখ বন্ধ করে রোদ পোহাচ্ছে, তবে কেমন লাগবে? ভয়ে উল্টো ঘুরে নিশ্চিত দৌড় দেবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আবাসিক এলাকার বাসিন্দাদের এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।
ফ্লোরিডা শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তাদের কর্মকর্তারা এক দিনে দুটি আবাসিক এলাকার সুইমিংপুল থেকে দু–দুটি কুমির সরিয়ে নিয়েছেন। এ কাজে তাঁদের সহায়তা করেছেন স্থানীয় এক ব্যক্তি, যিনি কুমির ধরেন।
মার্টিন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই পুলিশ কর্মকর্তা ডন ফেরিস ও ক্রিস্টাল ন্যাশের সঙ্গে পেশাদার ‘ট্র্যাপার’ ম্যাট হাইনস জেনসেন বিচের পাইনক্রেস্ট লেকস এলাকার একটি বাড়ির সুইমিংপুল থেকে সাত ফুট লম্বা একটি কুমির সরিয়ে নিচ্ছেন।
ভিডিওটি পোস্ট করে লেখা হয়, ‘অবাঞ্ছিত অতিথি’ তার অপ্রত্যাশিত দর্শকদের উপস্থিতিতে একেবারেই অপ্রভিত ছিল না।
ওই পোস্টে আরও বলা হয়, ‘যতটা অবিশ্বাস্যই মনে হোক, এটা আমাদের আবাসিক এলাকায় দ্বিতীয়বার কোনো সুইমিংপুলে কুমিরের রোদ পোহানোর ঘটনা।’
শেরিফের কার্যালয় থেকে আরও বলা হয়, এখন কুমিরদের প্রজনন মৌসুম চলছে। এ কারণে হয়তো সেগুলো নিজেদের আবাস ছেড়ে বেরিয়ে আসছে। শেরিফের কার্যালয় থেকে তাই এলাকাবাসীকে এ সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, এ সময়ে কুমির অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এবং এমন জায়গায় চলে যেতে পারে, যেখানে সেগুলোকে সাধারণত দেখা যায় না। যেমন এই বাড়ির মতো জায়গায়। যেখানে পুরো আঙিনা বেড়া দিয়ে ঘেরা। ধারণা করা হচ্ছে, কুমিরটি হয়তো বেড়া বেয়ে উঠে এসেছে বা কোনোভাবে নিচ দিয়ে পথ খুঁজে পেয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে