সুইমিংপুলে সাঁতার কাটতে এসে যদি দেখেন, সেখানে মনের সুখে সাঁতার কাটছে একটি কুমির কিংবা পুলের পাড়ে শুয়ে চোখ বন্ধ করে রোদ পোহাচ্ছে, তবে কেমন লাগবে? ভয়ে উল্টো ঘুরে নিশ্চিত দৌড় দেবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আবাসিক এলাকার বাসিন্দাদের এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

ফ্লোরিডা শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তাদের কর্মকর্তারা এক দিনে দুটি আবাসিক এলাকার সুইমিংপুল থেকে দু–দুটি কুমির সরিয়ে নিয়েছেন। এ কাজে তাঁদের সহায়তা করেছেন স্থানীয় এক ব্যক্তি, যিনি কুমির ধরেন।

মার্টিন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই পুলিশ কর্মকর্তা ডন ফেরিস ও ক্রিস্টাল ন্যাশের সঙ্গে পেশাদার ‘ট্র্যাপার’ ম্যাট হাইনস জেনসেন বিচের পাইনক্রেস্ট লেকস এলাকার একটি বাড়ির সুইমিংপুল থেকে সাত ফুট লম্বা একটি কুমির সরিয়ে নিচ্ছেন।

ভিডিওটি পোস্ট করে লেখা হয়, ‘অবাঞ্ছিত অতিথি’ তার অপ্রত্যাশিত দর্শকদের উপস্থিতিতে একেবারেই অপ্রভিত ছিল না।

ওই পোস্টে আরও বলা হয়, ‘যতটা অবিশ্বাস্যই মনে হোক, এটা আমাদের আবাসিক এলাকায় দ্বিতীয়বার কোনো সুইমিংপুলে কুমিরের রোদ পোহানোর ঘটনা।’

শেরিফের কার্যালয় থেকে আরও বলা হয়, এখন কুমিরদের প্রজনন মৌসুম চলছে। এ কারণে হয়তো সেগুলো নিজেদের আবাস ছেড়ে বেরিয়ে আসছে। শেরিফের কার্যালয় থেকে তাই এলাকাবাসীকে এ সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, এ সময়ে কুমির অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এবং এমন জায়গায় চলে যেতে পারে, যেখানে সেগুলোকে সাধারণত দেখা যায় না। যেমন এই বাড়ির মতো জায়গায়। যেখানে পুরো আঙিনা বেড়া দিয়ে ঘেরা। ধারণা করা হচ্ছে, কুমিরটি হয়তো বেড়া বেয়ে উঠে এসেছে বা কোনোভাবে নিচ দিয়ে পথ খুঁজে পেয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ