চীনের মানবাকৃতির বা হিউম্যানয়েড রোবট নিয়ে অনেক বিতর্ক আছে। এসব রোবট মানব কর্মীদের প্রতিস্থাপন করবে না বলে জানিয়েছে বেইজিংয়ের  এক কর্মকর্তা। কয়েক বছর ধরে শ্রমিকের বিকল্প হিসেবে রোবট স্থাপনের জন্য বিতর্ক চলছে। চীনের বিভিন্ন কারখানায় এসব রোবট মানব কর্মীদের প্রতিস্থাপন করবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এসব রোবটের কারেণ ব্যাপক বেকারত্ব সৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে। বিতর্কের সামনে বেইজিংয়ের একটি প্রযুক্তিকেন্দ্রের তত্ত্বাবধানকারী এক চীনা কর্মকর্তা ভিন্ন মতামত দিয়েছেন। রোবট খাতের দ্রুত সম্প্রসারণ ও রাষ্ট্রীয় তহবিল প্রদানের বিষয়ে চীন আরও বড় আকারে কাজ করছে বলে জানা গেছে।

চীনের বৃহত্তম প্রযুক্তিকেন্দ্রের মধ্যে একটি বেইজিং অর্থনৈতিক-প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চল। এই সংস্থার উপপরিচালক লিয়াং লিয়াং বলেন, ‘হিউম্যানয়েড রোবট তাদের মানব স্রষ্টাকে প্রতিস্থাপন করবে না। এসব রোবট আসলে কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি করবে ও বিপজ্জনক পরিবেশে কাজ করতে ব্যবহার করা হবে। আমরা বিশ্বাস করি না, এসব রোবট মানুষকে বেকার করতে পারে। এসব রোবট দক্ষতা বৃদ্ধি করার কাজে বা এমন কাজ করবে, যা মানুষ করতে অনিচ্ছুক। বিশাল মহাবিশ্ব বা সমুদ্রের গভীরতা অন্বেষণ করতে এসব রোবট ব্যবহার করা হবে। যেখানে মানুষ যেতে পারবে না, মেশিন সেই অনুসন্ধানে আমাদের সহায়তা করতে পারে।’

লিয়াং আরও বলেন, ‘যখন রাত হয় ও মানুষের বিশ্রামের প্রয়োজন হয়, তখন মেশিন কাজ চালিয়ে যেতে পারে। আমাদের আরও ভালো, সস্তা এবং আরও ব্যবহারকারীবান্ধব পণ্য সরবরাহ করতে পারে, এমন রোবট তৈরি করা প্রয়োজন। আমরা ভবিষ্যতের উন্নয়নের জন্য কাজ করছি।’

গত মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম রোবট হাফ-ম্যারাথন। ম্যারাথনকে ইচ্ছাকৃতভাবে এমনভাবে সাজানো হয়, যেন সেখানে রোবট মানুষকে প্রতিস্থাপন করার পরিবর্তে সমর্থন ও সহায়তা করে। হাফ-ম্যারাথনে দুটি ট্র্যাক ছিল। একদিকে মানুষ একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করেন। আর অন্যদিকে ২০টি দল একটি রোবট পরিচালনা করে, যাদের আকার ও ক্ষমতায় অত্যন্ত ভিন্নতা ছিল। লিয়াং বলেন, ম্যারাথনে মানুষের নিজস্ব ট্র্যাক থাকে। তাঁদের শারীরিক সীমা সীমিত। মেশিনকে নিজস্ব ট্র্যাকে দৌড়ানোর জন্য দেওয়া হয়। রোবট ও মানুষ আলাদা লাইনে দৌড়ায়, ভবিষ্যতে এ রকম হবে।

চীন সরকার এক্স-হিউম্যানয়েড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রোবট তৈরি করছে। এই প্রতিষ্ঠানের রোবট তিয়ানগং রোবট হাফ-ম্যারাথন জিতেছে। ক্রীড়াকেন্দ্রিক আলট্রা মডেল ১২ কিলোমিটার সর্বোচ্চ গতিতে দৌড়াতে পারে।

সূত্র: রয়টার্স

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ