ছোট পর্দার আলো ছড়ানো অভিনেত্রী সাবিলা নূরের জন্য যেন সত্যিই ‘একাদশে বৃহস্পতি’ এসে গেছে। দীর্ঘ এক যুগের নাট্যজীবনে দর্শকের ভালোবাসায় জায়গা করে নেওয়া এই মেধাবী শিল্পী এবার পা রাখছেন ঢাকাই সিনেমার রুপালি জগতে। আর অভিষেকেই পেলেন এমন এক সহশিল্পী, যিনি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাতেই সাবিলা নূর প্রথমবারের মতো বড় পর্দায় দেখা দেবেন, তাও আবার শাকিব খানের বিপরীতে। স্বাভাবিকভাবেই এই অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাবিলা। বলতেই হয়, শোবিজ যাত্রার এই মোড়টা তার জন্য স্বপ্নের মতোই।
প্রথম দিনই শাকিব খানের সঙ্গে শুটিং—তাতে খানিকটা নার্ভাস ছিলেন সাবিলা। কিন্তু সেই ভয় কাটিয়ে দিয়েছেন খোদ শাকিব নিজেই। সাবিলা বলেন, “শাকিব খানের সঙ্গে আমার শুটিং ছিল প্রথম দিনেই। খুব নার্ভাস ছিলাম। কিন্তু তিনি এতটা সহযোগিতা করেছেন, এত সহজ করে দিয়েছেন—সেই ভয় একদম উড়ে গেছে।”
শাকিবের প্রতি মুগ্ধতা গোপন করেননি এই নবাগত নায়িকা। তার কথায়, “তার (শাকিব খান) একটা অউরা আছে। তিনি অনেক সুদর্শন। সেটে এলেই চারপাশে একটা পরিবর্তন চলে আসে। কিন্তু তিনি কাউকে বোঝার সুযোগই দেন না, যে তিনি এত বড় একজন তারকা। বরং সবাইকে নিয়ে আনন্দে থাকেন, প্রতিটি দৃশ্য নিয়ে ভীষণ সিরিয়াস থাকেন।”
আরো পড়ুন:
ঈদ স্মৃতিতে দিলদার, শূন্যতায় ভাসে পরিবার
ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
‘তাণ্ডব’ সিনেমায় সাবিলার চরিত্রের নাম ‘নিশাত’, আর শাকিব খানের চরিত্রের নাম ‘স্বাধীন’। শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে সাবিলা বলেন, “যখন অ্যাকশন বলা হলো, তখন আর তাকে শাকিব খান মনে হচ্ছিলেন না। মনে হচ্ছিল, উনি স্বাধীন। আমি নিজেও তখন নিশাত হয়ে গিয়েছিলাম। তখন ক্যামেরার সামনে শুধু ক্যারেক্টার, না ছিল কোনো ভয়, না সংকোচ।”
শাকিব খানের সঙ্গে নিজের একটি মিলও খুঁজে পেয়েছেন সাবিলা। “আমি সাধারণত একটু ‘ইন্ট্রোভার্ট’। সেটে খুব শান্ত পরিবেশ পছন্দ করি। শাকিব খানও তেমন। কারও সঙ্গে অযথা কথা নয়, শুধু নিজের দৃশ্য নিয়ে ভাবনা-চিন্তায় ব্যস্ত থাকেন। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে।”
সাবিলা নূরের অভিনয়-যাত্রায় ‘তাণ্ডব’ হতে যাচ্ছে এক মাইলফলক। প্রথম সিনেমাতেই দেশের সবচেয়ে বড় তারকার বিপরীতে, ঈদের মতো বাণিজ্যিক সময়ের মুক্তিতে, এমন সুযোগ খুব কম তারকাই পান। সিনেমার ট্রেলার, পোস্টার, এবং গান ইতোমধ্যে আলোচনায় এসেছে। এখন শুধু অপেক্ষা বড় পর্দায় সাবিলা-শাকিব জুটির রসায়ন দেখার।
ঢাকা/রাহাত/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।