চলচ্চিত্রে যেমন তিনি ঝলমলে, বাস্তব জীবনেও তেমনি আলোচিত বি-টাউনের গ্ল্যামার কুইন দিশা পাটানি। ফ্যাশন সেন্স আর ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতিতে প্রায়ই থাকেন খবরে। তবে এবার একটু অন্য কারণে শিরোনামে এলেন এই বলিউড অভিনেত্রী।

রবিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল দিশাকে। সাদা ফুলহাতা টি-শার্ট আর নীল ব্যাগি ডেনিম জিনসে ছিলেন যেন স্বাচ্ছন্দ্যের প্রতীক। গাড়ি থেকে নেমে হাসিমুখে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে এগিয়ে গেলেন বিমানবন্দরের দিকে। কিন্তু সেখানেই বাধল যত বিপত্তি—সঙ্গে ছিল না পাসপোর্ট!

বিমানবন্দরের গেটে গিয়ে বিষয়টি বুঝতেই থমকে গেলেন দিশা। কিছুক্ষণ পরই ফেরেন ফিরে। হতচকিত পাপারাজ্জিরা জানতে চান, কী হয়েছে? দিশার উত্তর ছিল হালকা হাসিতে গাঁথা—“কিছু না।” এরপর আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে চলে যান তিনি।

এই মজার ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। অনেকেই মজার ছলে মন্তব্য করছেন—"তারকা হলেও, পাসপোর্ট ভুলে যাওয়া দোষ না!"

দিশা ঠিক কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হয়তো বিদেশ সফরেই ছিলেন উদ্দেশ্য। এর আগেও গত মাসে মোনাকোতে অনুষ্ঠিত ‘এফ ওয়ান গ্র্যান্ড পিক্স ২০২৫’-এ যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তার ফ্যাশনেবল লুক নিয়ে ছিল তুমুল আলোচনা—ব্যাকলেস টপ, ব্যাগি জিনস, মানানসই সানগ্লাস আর হাতে স্টাইলিশ ব্যাগ, সব মিলিয়ে একেবারে পারফেক্ট প্যাকেজ!

২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দিশার। এরপর তামিল ছবি ‘লোফার’, আর একটি আন্তর্জাতিক প্রজেক্টে সোনু সুদের সঙ্গে কাজ করে নিজের অবস্থান মজবুত করেন তিনি।

বর্তমানে দিশা ব্যস্ত রয়েছেন বহুল প্রতীক্ষিত অ্যাকশন-কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং নিয়ে।

তারকারাও যে মাঝেমধ্যে ভুল করেন, দিশা পাটানির এই ঘটনা তারই হাস্যকর কিন্তু মানবিক প্রমাণ!

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।

নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।

জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’

কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার