Prothomalo:
2025-06-25@02:25:53 GMT

মুসা (আ.)-এর জীবনের ঘটনা

Published: 10th, June 2025 GMT

কোরআনের ২০তম সুরা তাহা মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সুরা, যার আয়াতসংখ্যা ১৩৫। এটি মূলত তাওহিদ (একত্ববাদ), রিসালাত (নবুয়ত), আখিরাত এবং আল্লাহর রহমত ও দয়াকে কেন্দ্র করে গঠিত। বিশেষভাবে, এই সুরায় হজরত মুসা (আ.)-এর জীবনের ঘটনাবলি গভীরভাবে আলোচিত হয়েছে।

মুসা (আ.)-এর জন্ম ও সুরক্ষা

ফেরাউন তার সাম্রাজ্যে বনি ইসরাইলের নবজাতকদের হত্যা করার আদেশ জারি করেছিল (সুরা তাহা, আয়াত: ৩৯)।

এই কঠিন সময়ে মুসা (আ.

)–এর মায়ের অন্তরে ওহি আল্লাহ দেন: ‘আমি তোমাকে নির্দেশ দিয়েছি যে, তাকে (মুসাকে) একটি কৌটায় রেখে নদীতে ভাসিয়ে দাও...’ (সুরা তাহা, আয়াত: ৩৯)

এভাবে মুসা (আ.)-কে ফেরাউনের ঘরেই লালনপালনের জন্য পাঠানো হয়। আল্লাহ তাঁর প্রতিপালন ও নিরাপত্তার দায়িত্ব নিজেই নিয়েছিলেন: ‘আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা বর্ষণ করেছি।’ (সুরা তাহা, আয়াত: ৩৯)

এখানে বোঝানো হয়েছে, আল্লাহর বিশেষ পরিকল্পনায়ই মুসা (আ.)-এর বেড়ে ওঠা শত্রুর প্রাসাদে হলেও নিরাপদ ছিল।

আরও পড়ুনজুলকারনাইনের ঘটনা০৬ ফেব্রুয়ারি ২০২৫এই কঠিন সময়ে মুসা (আ.)–এর মায়ের অন্তরে ওহি আল্লাহ দেন: ‘আমি তোমাকে নির্দেশ দিয়েছি যে, তাকে (মুসাকে) একটি কৌটায় রেখে নদীতে ভাসিয়ে দাও...’ (সুরা তাহা, আয়াত: ৩৯)

আল্লাহর সঙ্গে বাক্যালাপ

বড় হয়ে মুসা (আ.) এক মিসরীয়কে হত্যা করে ফেলেন (সুরা তাহা, আয়াত: ৪০)। ভীত হয়ে মিসর ছেড়ে মাদায়ানের দিকে চলে যান। এ সময় আল্লাহ তাঁকে সাহায্য করেন: ‘আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেছিলাম এবং তুমি বহু বছর মাদায়ানে অবস্থান করেছিলে।’

মাদায়ান থেকে ফেরার পথে তুর পাহাড়ের পাদদেশে মুসা (আ.) নবুয়ত লাভ করেন। এখানে আল্লাহ সরাসরি তাঁর সঙ্গে কথা বলেন: ‘আমি আল্লাহ, তোমার প্রতিপালক। তোমার জুতা খুলে ফেল, তুমি পবিত্র উপত্যকা তুওয়ায় আছ।’ (সুরা তাহা, আয়াত: ১২)

এটি ইসলামে মুসা (আ.)-কে ‘কালিমুল্লাহ’ (যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন) উপাধি দেওয়ার উৎস।

ফেরাউনের কাছে দাওয়াত

আল্লাহ মুসা (আ.)-কে ফেরাউনের কাছে পাঠান দ্বীনের দাওয়াত নিয়ে, তোমরা  উভয়ে (মুসা ও হারুন) তার কাছে যাও এবং বলো, আমরা তোমার প্রতিপালকের রাসুল।’ (সুরা তাহা, আয়াত: ৪৭)

ফেরাউন অহংকার দেখায় এবং মুসা (আ.)–কে মিথ্যাবাদী বলে। তবে মুসা (আ.) আল্লাহর দেওয়া নিদর্শন (লাঠি সাপ হয়ে যাওয়া, হাত উজ্জ্বল হয়ে বের হওয়া) দেখান। (সুরা তাহা, আয়াত: ১৭-২৩)

আরও পড়ুনঅলৌকিক তিন ঘটনা০২ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ র উন আল ল হ

এছাড়াও পড়ুন:

চিরঞ্জীবী-নাগার্জুনার ক্রাশ হাঁটুর বয়সি রাশমিকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করেছেন। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

ভারতের দক্ষিণী সিনেমার দুই মেগাস্টার চিরঞ্জীবী ও নাগার্জুনা আক্কিনেনি। বরেণ্য এই দুই তারকা জানালেন— তাদের ক্রাশ রাশমিকা মান্দানা।

রাশমিকা অভিনীত ‘কুবেরা’ সিনেমা কয়েক দিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ধানুশ ও নাগার্জুনা আক্কিনেনি। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এ উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করা হয়। সেখানে এমন মন্তব্য করেন নাগার্জুনা-চিরঞ্জীবী।
 
রাশমিকার অভিনয়ের প্রশংসা করে ৬৫ বছর বয়সি নাগার্জুন আক্কিনেনি বলেন, “রাশমিকাকে দেখে মনে হচ্ছিল, আমি শ্রীদেবীকে দেখছি। রাশমিকা কেবল ভারতের জাতীয় ক্রাশ নয়, সে আমারও ক্রাশ।” এ কথা শুনে উল্লাস করনে উপস্থিত অতিথিরা। এ সময় ২৯ বছরের রাশমিকাকে লাজুকভাবে হাসতে দেখা যায়। 

অনুভূতি প্রকাশ করে ৬৯ বছরের মেগাস্টার চিরঞ্জীবী বলেন, “নাগ, আমি যা বলতে চেয়েছিলাম তা তুমি আগেই বলেছ! রাশমিকা আমারও ক্রাশ।” চিরঞ্জীবীর কথা শুনে উপস্থিত সকলে হাসতে থাকেন। বরেণ্য দুই তারকার এমন মন্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন রাশমিকা মান্দানা।

‘কুবেরা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন— নাগার্জুনা আক্কিনেনি, ধানুশ, রাশমিকা মান্দানা। সামাজিক গল্পের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— জিম, ভাগ্যরাজ, সুনয়না, জয়প্রকাশ প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০-১২০ কোটি রুপি।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’, ‘অ্যানিমেল’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ