নিজেদের চুরি যাওয়া গাড়ি চুরি করেই নিয়ে এলেন দম্পতি
Published: 10th, June 2025 GMT
গাড়ি চুরি হয়ে যাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যুক্তরাজ্যের এক দম্পতি। কিন্তু পুলিশ ব্যস্ততার কথা বলে গাড়ি চুরির ঘটনা নিয়ে তদন্ত করতেই আগ্রহী ছিল না। বাধ্য হয়ে গাড়ি উদ্ধারে নিজেরাই মাঠে নামেন ওই দম্পতি। গাড়ির অবস্থান শনাক্ত করে নিজেদের গাড়ি নিজেরাই চুরি করে বাড়িতে নিয়ে আসেন।
ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসে এ দম্পতি এবং তাঁদের চুরি যাওয়া গাড়ি উদ্ধার করা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ মাসের শুরুতে মিয়া ফর্বস পিরি ও মার্ক সিম্পসন দম্পতির জাগুয়ার ই-পেস গাড়িটি তাঁদের পশ্চিম লন্ডনের ব্রুক গ্রিনের বাড়ি থেকে চুরি যায়।
চুরি ঠেকাতে তাঁদের গাড়িটিতে এমন একটি গোপন নিরাপত্তাযন্ত্র লাগানো ছিল, যেটি গাড়ির ইঞ্জিন চালু হতে বাধা দেয়। সঠিক পিন কোড, প্যাডেল কম্বিনেশন বা বোতামের সিকোয়েন্স ব্যবহার করে কেবল গাড়ির ইঞ্জিন চালু করা যায়। গাড়িতে এয়ারট্যাগ লোকেটরও সংযুক্ত ছিল। এই যন্ত্রের সাহায্যে গাড়িটি কোথায় আছে, তা–ও জানা যায়।
এত সব নিরাপত্তাব্যবস্থা থাকার পরও একদিন তাঁরা আবিষ্কার করেন, গাড়িটি তাঁদের বাড়ি থেকে উধাও হয়ে গেছে। গাড়ি চুরি হওয়ার বিষয়টি বুঝতে পেরে সেটিকে অনুসরণ করে তাঁরা পশ্চিম লন্ডনের চিজউইকে পৌঁছান এবং সব তথ্য নিয়ে পুলিশকে ফোন করেন।
কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য মামলা নিয়ে তারা খুবই ব্যস্ত। তাই তাঁদের গাড়ি চুরি নিয়ে কবে নাগাদ তদন্ত করা সম্ভব হবে, তা পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না।
চুরি ঠেকাতে তাঁদের গাড়িটিতে এমন একটি গোপন নিরাপত্তাযন্ত্র লাগানো ছিল, যেটি গাড়ির ইঞ্জিন চালু করতে বাধা দেয়; সঠিক পিন কোড, প্যাডেল কম্বিনেশন বা বোতামের সিকোয়েন্স ব্যবহার করে কেবল গাড়ির ইঞ্জিন চালু করা যায়। গাড়িতে এয়ারট্যাগ লোকেটরও সংযুক্ত ছিল। এই যন্ত্রের সাহায্যে গাড়িটি কোথায় আছে, তা জানা যায়।ওই দম্পতি ৪ জুন প্রথম গাড়ি উধাও হওয়ার বিষয়টি বুঝতে পারেন। গাড়িতে সংযুক্ত এয়ারট্যাগের তথ্যানুযায়ী, স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিট পর্যন্ত গাড়িটি ওই দম্পতির বাড়ির বাইরে পার্ক করা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে চিজউইকে সেটিকে দেখতে পাওয়া যায়। পুলিশকে না নিয়েই তাঁরা দ্রুত সেখানে চলে যান।
গাড়িটি পাওয়া যায় মূল সড়কের পেছনের দিকে একটি নিরিবিলি গলিতে। চোরের দল গাড়িটির ভেতরের দিকের কিছু অংশ ও কার্পেট ছিঁড়ে ফেলেছে। দেখে বোঝা যাচ্ছিল, তারের মাধ্যমে তাঁরা গাড়িটি চালু করার চেষ্টা করেছিল।
লিংকডইনে এক পোস্টে পিরি বলেন, ‘মনে হয়েছিল, পুলিশের কোনো আগ্রহ নেই। নিজেদের গাড়ি নিজেরাই চুরি করে আনা খানিকটা মজারই।’
তবে কাজটি করা ঠিক হবে কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন বলে জানান এই নারী। তিনি বলেন, ‘কিন্তু আদৌ কি এমনটা করা উচিত হবে—আমরা এমনটা ভাবতে বাধ্য হয়েছিলাম। এটা স্বাভাবিক কি না, সেটাই শুধু নয়, বরং এটা কতটা ন্যায়সংগত।’
‘মনে হয়েছিল, পুলিশের কোনো আগ্রহ নেই। নিজেদের গাড়ি নিজেরাই চুরি করে আনা খানিকটা মজারই।’মিয়া ফর্বস পিরি, চুরি যাওয়া গাড়ির মালিকপিরি দম্পতির ধারণা, চোরের দল একটি ‘ফ্ল্যাট বেড’ ট্রাকে তুলে তাঁদের গাড়িটি চুরি করে নিয়ে যায়।
এ দম্পতি তাঁদের গাড়ি উদ্ধার করার পর মেট্রোপলিটন পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করে একটি ফরেনসিক দল পাঠানো হবে।
দ্য টাইমসকে পিরি বলেন, ‘যখন আমরা গাড়িটি খুঁজে পেয়েছি, অনেকেই সেটি স্পর্শ করেছেন।’ পুলিশ বলেছে, তারা কার্পেটের নিচে এবং ফিউজ বক্সে ছাপ আছে কি না, দেখতে পরীক্ষা করবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল