শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
Published: 11th, June 2025 GMT
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের প্রায় ৪ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। বুধবার (১১ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, দুপুর প্রায় ১টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল। এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে।
প্রচণ্ড গরমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
আরো পড়ুন:
রেলওয়ে উপদেষ্টা
ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি
মনোরেল চলবে চট্টগ্রামে, সমঝোতা স্মারক স্বাক্ষর
স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, “নোয়াপাড়া স্টেশন থেকে ১২টা ৫৩ মিনিটে পাহাড়িকা ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসাবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি আউটার সিগন্যালের কাছে থেমে যায়। ফলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ট্রেনটি উদ্ধার করায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা/মামুন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ল স ট শন
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত