মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার ঘোষণা দিয়েছেন, তাঁর পরিকল্পিত ৫০ লাখ ডলারের মার্কিন রেসিডেন্সি ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে ‘TrumpCard.gov’ ওয়েবসাইটে এই ‘গোল্ডেন ভিসা’র জন্য নাম নিবন্ধন করা যাবে।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘হাজার হাজার মানুষ ফোন করছেন আর জানতে চাইছেন, কীভাবে তাঁরা বিশ্বের সবচেয়ে মহান দেশ ও বাজারে প্রবেশের জন্য এই সুন্দর পথ বেছে নিতে পারবেন।’

ট্রাম্প গত এপ্রিলে এয়ারফোর্স ওয়ানে বসে এই ভিসার কথা প্রথম প্রকাশ্যে আনেন। এয়ারফোর্স ওয়ানে বসে তাঁর মুখসহ একটি সোনালি রঙের প্রোটোটাইপ প্রদর্শন করেন। তিনি বলেছিলেন, এই বিশেষ অনুমতিপত্র ‘সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই’ পাওয়া যাবে।

অবশ্য এখনো এই ভিসা পাওয়া যাচ্ছে না। তবে গতকাল চালু হওয়া ওয়েবসাইটে আগ্রহী ব্যক্তিরা তাঁদের নাম, পছন্দের ভিসার ধরন ও ই–মেইল ঠিকানা জমা দিতে পারবেন। সেখানে লেখা রয়েছে—‘The Trump Card is Coming’ (ট্রাম্পকার্ড আসছে)।

ট্রাম্প আগেই বলেছেন, এই নতুন ভিসা মূলত প্রচলিত গ্রিনকার্ডের একটি দামি সংস্করণ, যা ব্যবসায়ী ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের আকৃষ্ট করবে। এই ভিসা মার্কিন জাতীয় ঘাটতি কমাতেও সাহায্য করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ট্রাম্পের এ ঘোষণা এমন একসময়ে এল, যখন দেশে ব্যাপক হারে অভিবাসী ধরপাকড় চলছে, তাঁদের বহিষ্কার করা হচ্ছে। এটি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। এসব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলাও হয়েছে।
ট্রাম্প বলেছেন, এই বিশেষ কার্ড যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটি মূল্যবান পথ হতে পারে।
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রশাসন এই কার্ড ‘সম্ভবত ১০ লাখ ডলার’ পর্যন্ত মূল্যে বিক্রি করতে চায়। রাশিয়ান ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন, এমন ধারণাও তিনি একেবারে নাকচ করে দেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ