বান্দরবানে দুইদিনে মিলল দুই পর্যটকের লাশ, এখনো নিখোঁজ ১
Published: 13th, June 2025 GMT
বান্দরবান আলীকদম তৈনখালের উজানে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া তিন পর্যটকের স্মৃতি নামে আরো এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সদর ইউনিয়নের তৈনখালের আমতলী নৌঘাট এলাকা থেকে এই নারীর লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল (১২ জুন) ভোরে নিখোঁজ থাকা নড়াইলের শেখ জুবাইরুল ইসলামের লাশ মাতামুহুরি নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ নিয়ে দুটি লাশ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, এখনও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) সকালে খালে লাশ ভেসে আসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ট্যুর গাইড ও পুলিশ জানায়, ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত বুধবার (১১ জুন) আলীকদমে পৌঁছান। এই দলে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামে একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুইটি গ্রুপে বিভক্ত হয়। একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিমন জানান, তিনি ঘটনাস্থলে আছেন। আজ সকালে একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আরো একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকা হাসান চৌধুরীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঢাকা/চাই মং/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ন দরব ন
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ