কাপড় দেওয়ার নাম করে প্রতারনার মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বন্দরের প্রতারক শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী কাপড় ব্যবসায়ী হাজী মোশারফ হোসেন বাদী হয়ে শনিবার (১৪ জুন)  দুপুরে উল্লেখিত প্রতারকের বিরুদ্ধে  বন্দর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, ফতুল্লা থানার শিবু মার্কেট লামাপাড়া এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে হাজী মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার চাঁন বাদশা মিয়ার ছেলে শফিকুল ইসলামের সাথে কাপড়ের ব্যবসা করে আসছিল। গত ৩৬ মাস পূর্ব কাপড় নেওয়ার জন্য প্রতারক শফিকুল ইসলামকে প্রথমে নগদ ২ লাখ টাকা ও পরবর্তীতে আরো  ৩ লাখ টাকাসহ সর্বমোট ৫ লাখ টাকা দেয়। প্রতারক শফিকুল  অর্ডারকৃত পোশাক না দিয়ে ব্যবসায়ী হাজী মোশারফ হোসেনের সাথে নানা রকম তালবাহানা করে।  অর্ডারকৃত পোশাক দিতে না পারায় এ ঘটনায় মোশারফ হোসেন শনিবার (১৪ জুন) বেলা ১১টায় প্রতারক শফিকুল ইসলামের ব্যবহারকৃত ০১৪০৬-৫৭৬৩৩৩ নাম্বারে ফোন করে আসছিল  তার পাওনা নগদ ৫ লাখ টাকা ফেরৎ চাইলে ওই সময় প্রতারক শফিকুল পাওনাদারকে অকথ্য ভাষায় গালাগালিসহ হত্যার হুমকি দিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায়।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ